মালিকের অজান্তেই বিক্রি হয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি, ২৪ ঘণ্টার স্পেশাল রিপোর্ট

Updated By: Feb 5, 2015, 11:57 PM IST

মালিকের অজান্তেই জালিয়াতরা বাগিয়ে নিচ্ছে বিঘের পর বিঘে জমি! এই দালাল চক্রের পিছনে কারা রয়েছে? চব্বিশ ঘণ্টার অন্তর্তদন্তে উঠে এসেছে অবিশ্বাস্য সব তথ্য। বেনজির জমি জালিয়াতির সঙ্গে জড়িয়ে রয়েছে তৃণমূল নেতার নামও। এ বড় ঘোড়েল দালাল চক্র। মৃত ব্যক্তিকে জ্যান্ত করে সরকারি অফিসে হাজির করার এলেম রাখে এরা।

স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি। তাঁরও ভিটেবাড়ি বিক্রি করে দিয়েছে জালিয়তরা। ভোটার কার্ড জাল করা, তাও  বাঁয়ে হাতকা খেল! এখন প্রশ্ন, এই দালাল চক্রের পাণ্ডা কে? প্রথমে উঠে আসে দুটি নাম। সাধু রায় আর শুভ্রা রায়। গ্রামবাসীদের অভিযোগ, ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি বের করে এই দুজনই নাকি দেদার বিক্রি করেছে বিঘের পর বিঘে জমি। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় জমি দালালরাও।

জমি জালিয়াতিতে অন্যতম অভিযুক্ত আবদুল মালেক। জেরায় তাঁর মুখেও উঠে এল আরও কিছু নাম। কে এই রমজান? সই জাল। রেজিস্ট্রির দিন মৃত মানুষের হয়ে প্রক্সি। ছমাসে রেজিস্ট্রি হয়েছে একশো এগারোটি জাল দলিল। কী করে সম্ভব? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? খোদ সরকারি দফতরেও কি ছড়িয়ে গেছে জালিয়াতির জাল?  

 

.