কমিশনের ঘোষণায় ১০টি গুরুত্বপূর্ণ জিনিস

Updated By: Mar 5, 2016, 07:24 PM IST
কমিশনের ঘোষণায় ১০টি গুরুত্বপূর্ণ জিনিস

ঘোষণা হয়ে গেল ভোটের নির্ঘণ্ট। জেনে রাখুন নির্বাচনের ৫টি গুরুত্বপূর্ণ পয়েণ্ট-

১. সব ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী

২. প্রতি জেলায় ৫ জন করে কেন্দ্রীয় পর্যবেক্ষক

৩. নোটা ভোটারদের জন্য থাকবে আলাদা প্রতীক

৪. টহলদারি সব গাড়িতে থাকবে জিপিএস

৫. আজ থেকেই লাগু হল নির্বাচনী আচরন বিধি

৬. সচিত্র ভোটার পরিচয় স্লিপ বাধ্যতামূলক। ভোটার স্লিপে থাকবে মোবাইল নম্বর।

৭. পর্যবেক্ষকদের ওপর নজরদারি দিল্লী থেকে

৮. ইভিএমে থাকবে সব প্রাঋথীর ছবি থাকবে

৭. কেন্দ্রে থাকবে ৭ ধরণের সুবিধার ব্যবস্থা

৮. বেআইনী অস্ত্র বাজেয়াপ্ত করা হবে

৯. কেন্দ্রীয় বাহিনীদের বসিয়ে রাখা যাবে না

১০. আধাসেনার গতিবিধির ওপর নজর রাখবে কমিশন

.