নিউটাউনে ধরা পড়ল ৫ ছিনতাইবাজ
নিউটাউনে ধরা পড়ল ৫ ছিনতাইবাজ। সন্ধ্যায় নারকেলবাগানের কাছে যুবক-যুবতীকে ভয় দেখিয়ে বাইক ও তাদের মোবাইল ছিন্তাই করে দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিস। সন্দেহজনক বাইক সহ এক ব্যক্তিকে আটক করে পুলিস। তখনই সে পালানোর চেষ্টা করলে, তাকে গ্রেফতার করে। ধৃত বিরাজকে জেরা করেই বাকি ৪ ছিন্তাইবাজকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।
ওয়েব ডেস্ক: নিউটাউনে ধরা পড়ল ৫ ছিনতাইবাজ। সন্ধ্যায় নারকেলবাগানের কাছে যুবক-যুবতীকে ভয় দেখিয়ে বাইক ও তাদের মোবাইল ছিন্তাই করে দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিস। সন্দেহজনক বাইক সহ এক ব্যক্তিকে আটক করে পুলিস। তখনই সে পালানোর চেষ্টা করলে, তাকে গ্রেফতার করে। ধৃত বিরাজকে জেরা করেই বাকি ৪ ছিন্তাইবাজকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রী মমতায় 'হতাশ' মদন অনুগামীরা
প্রসঙ্গত, রাজ্যে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়ে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে নজর দিয়েছেন আইন শৃঙ্খলা প্রশ্নে। সেই মতো পুলিস-প্রশাসনকে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও রাজ্যে নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন ঘটনায়।
আরও পড়ুন- বাগুইআটিতে উদ্ধার বার ডান্সারের ঝুলন্ত দেহ, মিলল সুইসাইড নোট