পুলিসের ভুয়ো স্টিকার লাগিয়ে যাতায়াত, নাকা চেকিং-এ হাতে নাতে পাকড়াও প্রাইভেট গাড়ি

জিজ্ঞাসা করতে পাওয়া গেল আসল চিত্র। রাস্তায় যাতায়াতে অসুবিধে যাতে না হয় সেইজন্য প্রাইভেট গাড়িতে পুলিস লেখা স্টিকার লাগিয়ে গাড়ি চলছে। 

Updated By: Apr 21, 2020, 03:57 PM IST
পুলিসের ভুয়ো স্টিকার লাগিয়ে যাতায়াত, নাকা চেকিং-এ হাতে নাতে পাকড়াও প্রাইভেট গাড়ি

নিজস্ব প্রতিবেদন: লকডাউন চলছে। অবাধ যাতায়াতে নিশেধাজ্ঞা রয়েছে। তাতে কী, তাতে কী, নিয়ম না মানার পণ করে কেউ কেউ গাড়ি নিয়ে বেরোতেও দ্বিধা করেনি, এমনটাই দেখা গেল বেলগাছিয়ায়। পুলিসের নাকা চেকিংয়ে ধরা পড়ে একটি গাড়ি। গাড়িটিতে পুলিস লেখা স্টিকার দেওয়া। জিজ্ঞাসা করতে পাওয়া গেল আসল চিত্র। রাস্তায় যাতায়াতে অসুবিধে যাতে না হয় সেইজন্য প্রাইভেট গাড়িতে পুলিস লেখা স্টিকার লাগিয়ে গাড়ি চলছে। 

আরও পড়ুন: 'কেন্দ্রীয় দল কোথায়, কী করছে, জানি না, ওরা দেখা করতে চাইলে দেখা করব, সব জানাব'

তবে গাড়ির যাত্রীরা জানান রোগী নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিস গাড়িটিকে আটকে রেখে রোগীকে গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবস্থা করছে। করোনা পরিস্থিতি আয়ত্তে আনতে বেলগাছিয়া বস্তিতে র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট শুরু হয়েছে। পুলিসও যথেষ্ট কড়াকড়ি শুরু করেছে স্পর্শকাতর এলাকাগুলিতে। কেন্দ্রীয় দল এসেছে লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে। তাতে কী, নিয়ম না মানার পণ করে কেউ কেউ গাড়ি নিয়ে বেরোতেও দ্বিধা করেনি, এমনটাই দেখা গেল বেলগাছিয়ায়।  

.