Attack on Police: টহলদারির সময়ে হামলা! খাস কলকাতায় আক্রান্ত পুলিস, গ্রেফতার অভিযুক্ত....
পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম রাহুল দাস। মত্ত অবস্থায় মারধর করে তিনিই পুলিসকর্মীর মাথা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ। অভিযুক্তকে পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বিক্রম দাস: শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য! খাস কলকাতায় এবার আক্রান্ত পুলিস। মাথা ফাটল কলকাতা পুলিসের কর্মী দেবাশিস মণ্ডলের। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাস্থল, শোভাবাজারের দুর্গাচরণ মিত্র স্ট্রিট।
ঘটনাটি ঠিক কী? আজ, বুধবার মহরম। অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনভর শহরের বিভিন্ন জায়গায় টহলদারি চলেছে পুলিস। বাদ যায়নি শোভাবাজারে নিষিদ্ধপল্লী এলাকাও। সকালে বাইকে চেপে দুর্গাচরণ মিত্র স্ট্রিটে টহল দিচ্ছিলেন দেবাশিস। সেই সময় তাঁর বাইক আটকায় এক মত্ত ব্যক্তি। তারপর তুমুল বচসা। শেষপর্যন্ত ওই ব্যক্তিকে যখন আটক করতে যান, তখনই আক্রান্ত হন কর্তব্য়রত পুলিসকর্মীর। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর।
আরও পড়ুন: Mamata Banerjee: পুজোর ঢাকে কাঠি! জুলাইতেই উদ্যোক্তাদের সঙ্গে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী....
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই পুলিসকর্মীকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। আপাতত সেখানেই চিকিত্সা চলছে। আঘাত গুরুতর। পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম রাহুল দাস। মত্ত অবস্থায় মারধর করে তিনিই পুলিসকর্মীর মাথা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ। অভিযুক্তকে পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)