Jadavpur: খাস কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা! মেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে বিপত্তি, মৃত মা...
Jadavpur: পুলিস সূত্রে জানা গিয়েছে, চার বছরের মেয়েকে, বাইকে করে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন বাবা-মা।
অয়ন ঘোষাল: মঙ্গলবার সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা যাদবপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, চার বছরের মেয়েকে, বাইকে করে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন বাবা-মা। সেই সময় ঘটে বিপত্তি। বাইকে ধাক্কা মারে এস ৩১ রুটের বাস। মৃত্যু হয় শিশুর মায়ের, গুরুতর আহত বাবা। সুস্থ চার বছরের মেয়ে। কলকাতায় রাস্তায় ফের পথ দুর্ঘটনার বলি। জানা গিয়েছে, সরকারি এস ৩১ বাসের ধাক্কা বাইকে। ৮ বি স্ট্যান্ড থেকে বেরিয়েই হঠাৎ গতি বাড়ায় বাস। বাইকে সন্তোষপুর থেকে ঢাকুরিয়া আসছিলেন বাবা মা এবং ৪ বছরের শিশু কন্যা। বাবার নাম তাপস মন্ডল। মায়ের নাম দেবশ্রী নস্কর মন্ডল। মেয়ের নাম অঙ্কিতা মন্ডল। ঢাকুরিয়া বিনোদিনী গার্লস এর ছাত্রী অঙ্কিতা। সন্তোষপুর থেকে বাইকে মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন। স্ট্যান্ড থেকে বেরোয় এস ৩১। ধাক্কা মারে দ্রুতবেগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দেবশ্রী। বাঘাযতীন হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। বাবা গুরুতর আহত অবস্থায় অরবিন্দ সেবা কেন্দ্র হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: জেলে ফের শ্বাসকষ্ট পার্থর, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে
ফের শহরে পথ দুর্ঘটনা এবং মৃত্যু। জানা গিয়েছে, স্ট্যান্ড থেকে বাস ছাড়ার পর বেশ দ্রুত গতিতেই বেরচ্ছিল। সেই সময় সামনে দিয়েই যাচ্ছিলেন তিন জন। কার্যত বাসের তলায় ঢুকে যায় বাইকটি। দুর্ঘটনার পর কার্যত দ্রুত গতিতে বাসটি সেখান থেকে পালিয়ে যায়। যাদবপুরের ৮বি স্ট্যান্ড থেকে যাদবপুর থেকে বেহালাগামী সরকারি এস ৩১ বাসটি বার হয়। গতিবেগ এতটাই বেশিছিল, যে সামনে পরে যাওয়া স্কুটারকে লক্ষ্যই করেনি বাস চালক এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পরিবার।
ইতিমধ্যেই যাদবপুর থানায় কান্নায় ভেঙে পরা শোকার্ত পরিবার এসে পৌঁছে গিয়েছে। ইরিমধ্যেই বাসের নম্বর ট্র্যাক করেছে যাদবপুর থানার পুলিস। চালক বেহেলার দিকেই বাস নিয়ে গিয়েছে। এবং পুলিসের তরফ থেকে তাঁকে ডাকা হয়েছে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি জানিয়ে ছিলেন, সরকারি হোক কিংবা বেসরকারি। বাস চালকের ক্ষেত্রে বেপরোয়া মনোভাব দেখলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর কী ব্যবস্থা নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)