দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়
দক্ষিণেশ্বরের স্কাইওয়াক উদ্বোধন করতে গিয়েছে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর বন্দ্যোপাধ্যায়ের কনভয়। কনভয়ের পিছনে থাকা একটি গাড়ি উল্টে যায়।
![দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/05/152674-mamata.jpg)
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণেশ্বরের স্কাইওয়াক উদ্বোধন করতে গিয়েছে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর বন্দ্যোপাধ্যায়ের কনভয়। কনভয়ের পিছনে থাকা একটি গাড়ি উল্টে যায়।
সোমবার বিকালে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক উদ্বোধন করতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণেশ্বরে ঢোকার ঠিক আগেই মুখ্যমন্ত্রীর কনভয়ের ঠিক পিছনের পাইলট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাড়িতে মন্ত্রী ফিরহাদ হাকিমের নিরাপত্তা রক্ষীরা ছিলেন। তবে কেউ আহত হননি। কীভাবে পাইলট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকা থেকে দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে।