Call Center Fraud: বিদেশি নাগরিকদের প্রতারণা, ভুয়ো কল সেন্টার কাণ্ডে গ্রেফতার অ্যাকাউন্ট প্রোভাইডার

পুলিস সূত্রে খবর, ১৬ ফেব্রুয়ারি সল্টলেকের সেক্টর ফাইভের ডিএন ব্লকে ‘উই কেয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড’ নামের একটি ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। সেখান থেকে সংস্থার কর্ণধার সুমিত মাঝি, হাফিজুর রহমান সরদার সহ ১১ জনকে গ্রেফতার করে পুলিস।

Updated By: Mar 14, 2023, 02:45 PM IST
Call Center Fraud: বিদেশি নাগরিকদের প্রতারণা, ভুয়ো কল সেন্টার কাণ্ডে গ্রেফতার অ্যাকাউন্ট প্রোভাইডার

নান্টু হাজরা: টেকনিক্যাল সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে বিদেশি নাগরিকদের প্রতারণা। ভুয়ো কল সেন্টার কাণ্ডে ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইডারকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। এর আগে কল সেন্টারে হানা দিয়ে সংস্থার কর্ণধার সহ ১১ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।উদ্ধার হয়েছে নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা, ব্যাংক ডিটেলস, মোবাইল, ল্যাপটপ, পেন ড্রাইভ এবং কাস্টমার কলিংয়ের স্ক্রিপ্ট।

পুলিস সূত্রে খবর, ১৬ ফেব্রুয়ারি সল্টলেকের সেক্টর ফাইভের ডিএন ব্লকে ‘উই কেয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড’ নামের একটি ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। সেখান থেকে সংস্থার কর্ণধার সুমিত মাঝি, হাফিজুর রহমান সরদার সহ ১১ জনকে গ্রেফতার করে পুলিস।

আরও পড়ুন: WB HS 2023: 'সবকিছু মুখ্যমন্ত্রীর উপরে ছেড়ে দিয়েছি, মার্কসও ওঁরই হাতে', স্বীকারোক্তি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

এই চক্র মূলত ভুয়ো কল সেন্টারের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন সহ বিভিন্ন দেশের নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল মারফত যোগাযোগ করতো। সেখানে তাদের অ্যামাজন, মাইক্রোসফট সংস্থার কাস্টমার সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দিত এরা। এই ভাবে বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকার প্রতারণা করতো এই সংস্থা।

এই ঘটনার তদন্ত শুরু করে পুলিস জানতে পারে বিদেশি নাগরিকদের থেকে প্রতারণা করা টাকা এসে পৌঁছত বাগুইহাটি এলাকার বাসিন্দা বিনয় কুমার সাহুর অ্যাকাউন্টে। এরপরই সোমবার রাতে বাগুইহাটির জ্যাংরা এলাকায় হানা দিয়ে বিনয়কে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।

আরও পড়ুন: অবস্থানের ৭৩০ দিন, অভিনব প্রতিবাদ SLST চাকরিপ্রার্থীদের

এর কাছ থেকে বিনয় কুমার সাহু নামের একটি আধার কার্ড, এটিএম কার্ড, বিবেক কুমার সাহু নামের একটি ব্যাংক ডিটেলস, বিনয়ের স্ত্রীয়ের নামের একটি ব্যাংক ডিটেলস, মোবাইল, ল্যাপটপ, পেন ড্রাইভ, কাস্টমার কলিংয়ের স্ক্রিপ্ট এবং নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিস।

মঙ্গলবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিস তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিস সূত্রের খবর। এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.