পরিবেশ বিদ্যার জটে আটকে বিজ্ঞাপন
স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞাপন প্রকাশ আটকে আছে পরিবেশ বিদ্যার জটে। কারণ উচ্চশিক্ষায় এই বিষয় পড়ানো হলেও নবম ও দশম শ্রেণিতে আলাদা করে এই বিষয় পড়ানোর দরকার নেই বলে জানিয়েছে স্কুল শিক্ষা কমিটি। আলাদা করে এই বিষয়ের জন্যও কোনও পদ সৃষ্টি হয়নি।
স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞাপন প্রকাশ আটকে আছে পরিবেশ বিদ্যার জটে। কারণ উচ্চশিক্ষায় এই বিষয় পড়ানো হলেও নবম ও দশম শ্রেণিতে আলাদা করে এই বিষয় পড়ানোর দরকার নেই বলে জানিয়েছে স্কুল শিক্ষা কমিটি। আলাদা করে এই বিষয়ের জন্যও কোনও পদ সৃষ্টি হয়নি। ফলে এ নিয়ে এখনও ধোঁয়াশায় স্কুল সার্ভিস কমিশন। স্কুল শিক্ষা কমিটির রিপোর্টে নবম ও দশম শ্রেণিতে আলাদা করে পরিবেশ বিদ্যা পড়ানোর প্রয়োজন নেই বলে উল্লেখ রয়েছে । অথচ উচ্চশিক্ষায় আলাদা করে পরিবেশ বিদ্যা নিয়ে পড়াশোনা করা যায়। এই বিষয় নিয়ে যাঁরা পড়াশোনা করেছেন, সম্প্রতি তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টির জন্য আলাদা পদ সৃষ্টির দাবি জানান। শিক্ষামন্ত্রী আশ্বাসও দেন, স্কুল সার্ভিস কমিশনে পরিবেশ বিদ্যাকে আলাদা বিষয় হিসাবে রাখা হবে। কিন্তু সমস্যা হলো , রাজ্যের কোনও স্কুলেই আলাদা করে পরিবেশ বিদ্যার জন্য পদ নেই। এতদিন অন্যান্য বিষয়ের শিক্ষক শিক্ষিকারাই পরিবেশ বিদ্যা পড়াতেন। শিক্ষা মন্ত্রীর আশ্বাস সত্বেও আলাদা বিষয় হিসাবে পরিবেশ বিদ্যার পরীক্ষা আদৌ এবছর হবে কি না, তা এখনও পরিষ্কার নয় স্কুল সার্ভিস কমিশনের কাছে ।