রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষ, 'শান্তিনিকেতন' থেকে বেরিয়ে গেল CBI
রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষ, 'শান্তিনিকেতন' থেকে বেরিয়ে গেল CBI
নিজস্ব প্রতিবেদন: প্রায় দু-ঘণ্টার জিজ্ঞাসাবাদ। রুজিরাকে জেরার পর 'শান্তিনিকেতন' থেকে বেরিয়ে গেল CBI. শনিবার আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন যাওয়ার পথে মিনিট দশেকের ঝটিকা সফর। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মাথায় শান্তিনিকেতনে পৌঁছয় সিবিআইয়ের দল।
মঙ্গলবার টানা দু-ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। সূত্রের খবর, দুই মহিলা আধিকারিকের সামনেই বয়ান নেওয়া হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিয়ো রেকর্ড করা হয়েছে। যদিও আজ রুজিরার সঙ্গে কী কথা হয়েছে বা তাঁর বয়ানে সিবিআই সন্তুষ্ট কিনা তা এখনও জানা যায়নি।
মঙ্গলবার দেখা করবেন বলে সোমবার সিবিআই-কে জানিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেই মতো সকাল ১১.৩৫ নাগাদ মঙ্গলবার হরিশ মুখার্জি রোডে ‘শান্তিনিকেতন’-এ পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা। সন্দেহজনক লেনদেন নিয়ে এগারো সদস্যের দল প্রশ্ন করেন রুজিরাকে।
গতকাল প্রশ্নোত্তর পর্বে সিবিআইয়ের কাছে সন্তোষজনক বয়ান দেননি রুজিরার বোন মেনকা, দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সে ক্ষেত্রে দুই বোনের বয়ান মিলিয়ে দেখা হবে বলেই মনে করা হচ্ছে।