বিমানবন্দরে কার্গো বহনকারী ভারী গাড়িগুলিকে ছাড় দেওয়ার আশ্বাস দিল পুলিস

এবার থেকে শুল্ক সংগঠনের দাবি মেনে বিমানবন্দরে কার্গো বহনকারী ভারী গাড়িগুলিকে ছাড় দেওয়ার আশ্বাস দিল পুলিস। তাদের চিহ্নিত করতে পৃথক স্টিকার ইস্যু করার পরিকল্পনাও নিল বিধাননগর কমিশনারেট। যানজট কমাতে দিনের বেলায় বিধাননগর অঞ্চলে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সেইজন্য ব্যাহত হচ্ছিল বিমানবন্দরের পণ্য পরিষেবা।

Updated By: Sep 6, 2016, 04:23 PM IST
 বিমানবন্দরে কার্গো বহনকারী ভারী গাড়িগুলিকে ছাড় দেওয়ার আশ্বাস দিল পুলিস

ওয়েব ডেস্ক: এবার থেকে শুল্ক সংগঠনের দাবি মেনে বিমানবন্দরে কার্গো বহনকারী ভারী গাড়িগুলিকে ছাড় দেওয়ার আশ্বাস দিল পুলিস। তাদের চিহ্নিত করতে পৃথক স্টিকার ইস্যু করার পরিকল্পনাও নিল বিধাননগর কমিশনারেট। যানজট কমাতে দিনের বেলায় বিধাননগর অঞ্চলে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সেইজন্য ব্যাহত হচ্ছিল বিমানবন্দরের পণ্য পরিষেবা।

আরও পড়ুন মা, মাদার, সন্ত শুনে শুনে বাঙালির 'সেরা' মাকে নিয়ে আজ না লিখে পারলাম না

অবস্থা বেশ কয়েকদিন এমনই চলার পর অবশেষে সমস্যার সমাধানে শুল্ক সংগঠনের দাবি মেনে আলোচনায় বসে পুলিস। বৈঠকে বিমানবন্দরে পণ্য পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত ট্রাককে চব্বিশ ঘণ্টা ছাড় দেওয়ার ইঙ্গিত পুলিসের।এরপর আর কোনও সমস্যা হবে না বলেই আশাবাদী তাঁরা।

আরও পড়ুন  দ্য ফিজ

.