Akhil Giri: অখিলে উত্তাল বিধানসভা, ওয়াকআউট-বিক্ষোভ বিজেপির, পালটা ঠুকলেন মন্ত্রীও
বিক্ষোভের মাঝেই বিধানসভায় হাজিরা অখিল গিরির। বললেন, 'শুভেন্দু অধিকারী আমার মন্তব্যকে ঘিরে যেভাবে রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে, পূর্ব মেদিনীপুরে তা সফল হতে আমরা দেব না।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অখিল গিরি ইস্যুতে উত্তাল বিধানসভা। শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে এদিন বিধানসভা শুরু হতেই অনাস্থা প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। অখিল গিরি ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনে গেরুয়া শিবির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চেহারা নিয়ে কটূক্তি ইস্যুতে অখিল গিরির ইস্তফা দাবি করেন বিজেপি বিধায়করা। এখনও কেন পদে বহাল অখিল গিরি? প্রশ্ন তুলে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। কিন্তু বিজেপি আনা মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। তিনি বলেন, 'বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য নয়।'
মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি বিধায়করা। গলায় মুর্মুর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা। এদিন বিধানসভায় দু'দফায় ওয়াকআউট করে বিজেপি। যদিও এত বিক্ষোভের মাঝেও বিধানসভায় হাজিরা দিয়ে অখিল গিরি দাবি করেছেন, 'অহেতুক রাজনীতি হচ্ছে। আমি রাষ্ট্রপতিকে উদ্দেশ করে কুকথা বলার জন্য ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছি। আমি দুঃখিত। ব্যথিত। রাগের মাথাতেই বলে ফেলেছি। শুভেন্দু অধিকারী আমার মন্তব্যকে ঘিরে যেভাবে রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে, পূর্ব মেদিনীপুরে তা সফল হতে আমরা দেব না।'
দেশের রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মু সম্পর্কে কুমন্তব্য করেছিলেন অখিল গিরি। নন্দীগ্রামে অখিল গিরি বলেন, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?” যারপরই উত্তাল হয় রাজ্য-রাজনীতি। তাঁকে নোটিস পাঠায় জাতীয় মহিলা কমিশন। পাশাপাশি, অখিল গিরির এই মন্তব্যকে সমর্থন করেনি দলও। কড়া ভাষায় এই মন্তব্যের নিন্দা করে নিজে ক্ষমা চেয়ে নেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মুখ্যমন্ত্রী সাফ বলেন, 'অখিলের মন্তব্য করা ঠিক হয়নি। অখিলকে দলের তরফে সতর্ক করা হয়েছে। অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। ভবিষ্যতে একই কাজ করলে একই ব্যবস্থা। আমরা রাষ্ট্রপতিকে সন্মান করি। হাইলি রেসপেক্টেড। অখিল এটা অন্যায় করেছে। আমি কনডেম করছি। আমি এর জন্য লজ্জিত। আমি ক্ষমা চাইছি। অখিলকে দলের তরফ থেকে সতর্ক করা হয়েছে। এটা আমাদের দলের সংস্কৃতি নয়। যদি ভবিষ্যতে আবার এই ধরনের কিছু হয়, তাহলে দলের পক্ষ থেকে নিশ্চিত করেই অ্যাকশন নেওয়া হবে। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্য, অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি, অন্যায় করেছে অখিল গিরি।'
আরও পড়ুন, Dilip Ghosh: 'ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে', মমতার মোদী সাক্ষাৎ প্রসঙ্গে কটাক্ষ দিলীপের