'ওরা আমাদের নকল করে', এক অমিতের জবাব আরেক অমিতকে
"পুরোটাই অসত্য, মিথ্যা, নকল আর ভাঁওতাবাজি।"
নিজস্ব প্রতিবেদন : রাজ্য সরকার বাংলার কৃষক ও শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে। তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। বাংলার গরিব মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা থেকেও বঞ্চিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। আজ পশ্চিমবঙ্গ ভার্চুয়াল জনসম্পর্ক সভায় তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার পাল্টা জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর স্পষ্ট অভিযোগ, কেন্দ্রে বিজেপি সরকার বাংলার প্রকল্পকেই নকল করেছে।
অমিত মিত্র বলেন,
- "ওরা আমাদের নকল করে। সেই উদাহরণ দিচ্ছি । আয়ুষ্মান ভারত ২০১৬ সালে প্রকল্প করেছিলেন মুখ্যমন্ত্রী। দেড় কোটি পরিবার বিমার আওতায় আসবে। ৫ লাখ টাকা করে পাবে। দেড় বছর পর সেই আয়ুষ্মান নাম শোনা গেল। কিন্তু হল না। সবটাই নকল করার প্রবণতা।"
- "উনি যে বললেন আয়ুষ্মান ভারত নিলাম না। সাড়ে ৭ কোটি লোক পায় এটা। অসত্য কথা বললেন।"
- "উনি ১০ কোটি শৌচালয় তৈরির কথা বললেন। কিন্তু আসলে ১ কোটি হয়েছে।"
- "PDS-ও ভুল বললেন । ৪.০৯ কোটি মানুষ তাঁরা আমাদের সরকারের সাহায্যে খাদ্যশস্য পাচ্ছেন। কিন্তু তিনি এগুলো বললেন না ।"
- "উনি বিদুত্ নিয়ে বললেন, ওরা অনেক কাজ করেছে। ২০১১ সালে বাংলার ৭৫ লাখ ঘরে বিদ্যুৎ ছিল। এখন ২ কোটির উপরে লোক বিদ্যুৎ পায়। কোথায় টাকা দিয়েছে? ২০১১ থেকে মাত্র ৫৮০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র, আর রাজ্য দিয়েছে ২৭ হাজার কোটি টাকা। আমি চ্যালেঞ্জ করতে চাই।"
- "পরিযায়ী শ্রমিকদের কত টাকা দিয়েছেন? শূন্য! খাবারের জন্য কিছু দিয়েছেন? সেটা কাদের দিয়েছেন কোন ফান্ডে?"
- "একটা কথা বললেন না যে ৫৩ হাজার কোটি বকেয়া দেননি। এরমধ্যে ৩৬ হাজার কোটি টাকা প্রকল্পের। আমার প্রশ্ন, ১০০০ কোটি দিলেন, আর বাকি আমাদের পাওনা কবে দেবেন?"
- "পুরোটাই অসত্য, মিথ্যা, নকল আর ভাঁওতাবাজি।"
আরও পড়ুন, 'কাটা ঘায়ে নুনের ছিটে... করোনা এক্সপ্রেস-ই হবে আপনার প্রস্থান পথ', হুঁশিয়ারি অমিতের