শিল্পমন্ত্রী হওয়ার পর আজই প্রথম অর্থপরীক্ষা অমিত মিত্রর

দিল্লিতে যখন অন্তর্বর্তী বাজেট পেশ করবেন পি চিদম্বরম তখন আজ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। অমিত মিত্র আজ তাঁর তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। শিল্পমন্ত্রী হওয়ার পর অবশ্য এটাই তাঁর প্রথম আর্থিক বাজেট।

Updated By: Feb 17, 2014, 08:57 AM IST

দিল্লিতে যখন অন্তর্বর্তী বাজেট পেশ করবেন পি চিদম্বরম তখন আজ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। অমিত মিত্র আজ তাঁর তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। শিল্পমন্ত্রী হওয়ার পর অবশ্য এটাই তাঁর প্রথম আর্থিক বাজেট।

আড়াই বছরে রাজ্য সরকারের আয় বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে দেনা। দুর্নীতি আর দ্রব্যমূল্যবৃদ্ধিতে নাজেহাল রাজ্যবাসী। আজ রাজ্য বাজেটে রাজ্যের সাধারণ মানুষের এই হাসফাস অবস্থা থেকে অমিত মিত্র কোনও সুরাহার ফর্মুলার খোঁজ দিতে পারেন কি না সেটাই দেখার।

একথা এখন থেকেই বলে দেওয়া যায় লোকসভা ভোটের কথা মাথায়া রেখে বেশ কিছু জনমোহনি প্রকল্প, কর ছাড়ের কথা ঘোষণা করা হবে। কিন্তু শিল্প মহল চাইছে, এই বাজেটে শুধু কর ছাড় নয়, শিল্প স্থাপন ও ব্যবসার প্রসারে সার্বিক ভাবে কিছু সদর্থক ব্যবস্থার কথা ঘোষণা করা হোক।

.