২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে অমিত-মমতা বৈঠক

পূর্বাঞ্চলের ৫টি রাজ্যকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে

Reported By: সুতপা সেন | Updated By: Feb 17, 2020, 05:36 PM IST
২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে অমিত-মমতা বৈঠক

নিজস্ব প্রতিবেদন : অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বৈঠক ডাকলেন অমিত শাহ। আগামী ২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে হবে বৈঠক। বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্বাঞ্চলের ৫টি রাজ্যকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে। ওড়িশা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, বিহার ও সিকিম- এই ৫ রাজ্যকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা সেই উপস্থিত থাকবেন বাকি রাজ্যের মুখ্য়মন্ত্রীরাও। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে নবান্নতে এই বৈঠক হয়। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

আরও পড়ুন, 'ঘণ্টাখানেক দারুণ কথা হল', রাজভবনে মমতা-রাজ্যপাল আলাপচারিতা, সাক্ষী বুদ্ধ

প্রসঙ্গত, CAA ও NRC বিরোধিতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বার বার সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওভাবেই বাংলায় CAA চালু করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে নজর থাকবে সবার।

.