কীভাবে ভাইরাল রাজনৈতিক-বার্তা? বাংলায় আইটি সেলের ক্লাস Shah-র

'বাংলা দখলে সবচেয়ে বড় ভূমিকা আপনাদেরই', বার্তা আইটি সেলের কর্মীদের।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Feb 11, 2021, 10:08 PM IST
কীভাবে ভাইরাল রাজনৈতিক-বার্তা? বাংলায় আইটি সেলের ক্লাস Shah-র

নিজস্ব প্রতিবেদন:  'স্রেফ উৎসাহ থাকলে হবে না, যুদ্ধে জিততে গেলে দরকার রণকৌশলও'। বাংলায় কীভাবে কাজ করবে বিজেপির (BJP) আইটি সেল? কৌশল বুঝিয়ে দিলেন অমিত শাহ (Amit Shah) স্বয়ং। আইটি সেলের কর্মীদের বার্তা দিলেন, 'বাংলা দখলে সবচেয়ে বড় ভূমিকা আপনাদেরই'।

কোচবিহার ছুঁয়ে গন্তব্য ঠাকুরনগর। একদিনের ঝটিকায় সফরে এসে এদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জোড়া সভা করলেন অমিত শাহ। ভোটের আগে মতুয়াদের বার্তা দিলেন, কোভিড টিকাকরণের পরেই সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কার্যকর হবে। সঙ্গে  ঠাকুরনগর স্টেশনের নাম ‘শ্রীধাম ঠাকুরনগর’ করা, দলপতিদের পেনশনের মতো আরও একাধিক প্রতিশ্রুতি। আর কোচবিহারে 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)  'জয় শ্রীরাম' চ্যালেঞ্জ ছুঁড়লেন অমিত শাহ (Amit Shah)। হুঙ্কার দিলেন, 'ভোটের পর মমতাই জয় শ্রী রাম বলবেন।' এমনকী, বর্তমান সময়ে ভোটের প্রচারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতখানি, দিনের শেষে তাও বোঝালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: Amit-র রাম নামের চ্যালেঞ্জে Mamata-র জবাব,'জয় সিয়া রাম'

এদিন সন্ধ্যায় কলকাতায় সায়েন্সসিটি অডিটোরিয়ামে বিজেপির (BJP) আইটি সেলের অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ (Amit Shah)। সেই অনুষ্ঠানে 'নমো পাড়া'  নামে নতুন একটি অ্যাপের উদ্বোধন করেন তিনি। শাহের পরামর্শ, 'বাংলায় দলের আইটি সেল বা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত চারটি দল থাকা উচিত। একটি দল বাংলার রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করবে। সেই মতো 'কন্টেট' তৈরি করবে আর একটি টিম। সেইসব 'কন্টেট' সোশ্যাল মিডিয়ার মারফৎ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরও একটি দল তৈরি করতে হবে। এইসব কন্টেট মানুষের মধ্যে কতটা সাড়া ফেলল? সে খবর জানাবেন চতুর্থ দলের সদস্যরা'। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী-সহ আরও অনেকে।

.