পামেলাকাণ্ডে গ্রেফতার আরও এক

 জানা গিয়েছে, তালিকাভুক্ত ২৪ জনকে জেরা করা হবে।

Updated By: Mar 1, 2021, 10:27 AM IST
পামেলাকাণ্ডে গ্রেফতার আরও এক

নিজস্ব প্রতিবেদন: তদন্তে নেমে পামেলা কাণ্ড তথা নিউ আলিপুর কোকেনকাণ্ডে গ্রেফতার করা হল আরও একজনকে। যার নাম সুরজ কুমার সাউ। অরফ্যানগঞ্জ রোড থেকে গ্রেফতার করা হয় বলে গোয়েন্দা সূত্রে খবর। 

পামেলাকাণ্ডের সঙ্গে কী সম্পর্ক রয়েছে সুরজ কুমার সাউয়ের? জানা গিয়েছে, এই ব্যক্তিকেবিজেপি নেতা রাকেশ সিং কার্যত নির্দেশ দিয়েছিলেন, আর সেই নির্দেশ মেনেই স্কুটি নিয়ে পিওর কাছে গিয়েছিলেন। এরপর থেকে পলাতক অমৃত সিং। যাঁর সঙ্গে শেষবার দেখা গিয়েছিল  সুরজ কুমারকে। যে স্কুটি করে তারা গিয়েছিল, সেই স্কুটিও বাজেয়াপ্ত করেছে কলকাতার গোয়েন্দা বিভাগের পুলিস। খতিয়ে দেখা হচ্ছে, ওই স্কুটি করে কোকেন বা কোনও মাদক দ্রব্য পাচার করা হয়েছে কিনা। কার্যত জিজ্ঞাসাবাদের কারণেই গ্রেফতার করা হয়েছে সুরজ কুমার সাউকে। 

প্রসঙ্গত,  কোকেন কাণ্ডে (Cocaine) পামেলা-রাকেশ ছাড়া কে বা কারা জড়িত? তা খুঁজে বের করতে ১২ জনকে জেরা করেছেন গোয়েন্দারা।পামেলা বারবার তাঁর ব্যাগে মাদক রাখার অভিযোগ তুলেছেন অমৃত রাজ সিং নামে এক যুবকের বিরুদ্ধে। এরপর থেকে পলাতক অমৃত। জানা গিয়েছে, তালিকাভুক্ত ২৪ জনকে জেরা করা হবে।

.