Dengue Death: পুজোর মুখে শহরে ডেঙ্গির বাড়বাড়ন্ত! যাদবপুরে মৃত্যু কিশোরীর...

কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩।  প্রাণ গিয়েছে এক চিকিৎসকেরও। 'ডেঙ্গি হলে শুধুমাত্র প্য়ারাসিটামল খান। পেন কিলার খাবেন না। কো-মর্ডিবিটি থাকলে রোগীকে হাসপাতালে ভর্তি করুন', পরামর্শ স্বরাষ্ট্রসচিবের।

Updated By: Sep 23, 2023, 08:31 PM IST
Dengue Death: পুজোর মুখে শহরে ডেঙ্গির বাড়বাড়ন্ত! যাদবপুরে মৃত্যু কিশোরীর...

মৈত্রেয়ী ভট্টাচার্য: পুজোর মুখে ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত। ফের মৃত্যু কলকাতায়! যাদবপুরে এবার প্রাণ গেল কিশোরীর। ডেথ সার্টিফিকেটে উল্লেখ, মৃত্যুর কারণ ডেঙ্গি শক সিনড্রোম।

আরও পড়ুন: Mamata Banerjee: বিদেশ সফর সেরে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, বয়স মোটে ১২ বছর। যাদবপুরের বাসিন্দা ছিল ওই কিশোরী। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল সে। আজ, শনিবার দুপুরে তাকে আনা হয় টালিগঞ্জের এমআর বাঙ্গুর হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পরই মৃত্যু হয় ওই কিশোরী।

কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩। প্রাণ গিয়েছে এক চিকিৎসকেরও। মৃতের নাম দেবদ্যুতি চট্টোপাধ্যায়। ঢাকুরিয়ার শহিদ নগরের বাসিন্দা ছিলেন বছর আঠাশের ওই তরুণ। কলকাতা মেডিক্যাল কলেজের রিজিয়োনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে কর্মরত ছিলেন  দেবদ্যুতি। ডেঙ্গি প্রাণ কেড়েছে যাদবপুরের বিশ্ববিদ্য়ালয়ের এক পড়ুয়ারও।

মুখ্যমন্ত্রী তখন স্পেনে। রবিবার ডেঙ্গি মোকাবিলায় জেলাশাসক, স্বাস্থ্য় আধিকারিক-সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্রসচিব। স্রেফ দ্রুত পদক্ষেপের নির্দেশ নয়, জেলায় জেলায় পরিস্থিতি পর্যালোচনার জন্য় টিম গঠন করেছে নবান্ন। স্বরাষ্ট্রসচিব বলেন, 'উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ২৪ পরগনায় ডেঙ্গি প্রকোপ বেশি। জল যাতে না জমে এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দিকে নজর দিতে বলেছি'। সঙ্গে পরামর্শ, 'ডেঙ্গি হলে শুধুমাত্র প্য়ারাসিটামল খান। পেন কিলার খাবেন না। কো-মর্ডিবিটি থাকলে রোগীকে হাসপাতালে ভর্তি করুন'।

আরও পড়ুন:  JU VC: যাদবপুরের উপাচার্যও এবার র‌্যাগিংয়ের শিকার?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

.