নেত্রীর পর একে একে `কেষ্ট` পশে পেল ববি, মদনদের
মুখ্যমন্ত্রীর পরে অনুব্রত মণ্ডলের পাশে এবার ফিরহাদ হাকিমও। বেসব্রিজে আইএনটিটিইউসির এক কর্মিসভায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী নাম না করেই অনুব্রত মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন। তাঁর মন্তব্য, কর্মীদের চাঙ্গা করার জন্য নেতারা অনেক কথা বলে থাকেন। তার মানে এই নয় কোনও অপরাধ হলেই সেই নেতা দোষী।
মুখ্যমন্ত্রীর পরে অনুব্রত মণ্ডলের পাশে এবার ফিরহাদ হাকিমও। বেসব্রিজে আইএনটিটিইউসির এক কর্মিসভায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী নাম না করেই অনুব্রত মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন। তাঁর মন্তব্য, কর্মীদের চাঙ্গা করার জন্য নেতারা অনেক কথা বলে থাকেন। তার মানে এই নয় কোনও অপরাধ হলেই সেই নেতা দোষী।
অনুব্রত মণ্ডলের হয়ে সাফাই গাইলেন পরিবহনমন্ত্রী মদন মিত্রও। তিনি বলেন, খুন করার কথা বললেই কারোর ফাঁসি হয় না। খুন করলে তবেই ফাঁসি হয়।
বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতিকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অনুব্রত মণ্ডল একজন ভাল সংগঠক। তাঁর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ``কেষ্ট(অনুব্রত) ভাল সংগঠক ওর জন্য যত দূর যেতে হয় যাব।"