বর্তমান সরকারকে স্বৈরাচারী বলে সমালোচনা অশোক মিত্রের
রাজ্যের বর্তমান সরকারকে স্বৈরাচারী বলে কড়া সমালোচনা করলেন প্রবীণ বামপন্থী অর্থনীতিবিদ অশোক মিত্র। বরানগরে `বর্তমান সময় ও বামপন্থা` শীর্ষক এক আলোচনা সভায় তিনি রাজ্য সরকারের কাজকর্মকে যাত্রাপালার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন।
রাজ্যের বর্তমান সরকারকে স্বৈরাচারী বলে কড়া সমালোচনা করলেন প্রবীণ বামপন্থী অর্থনীতিবিদ অশোক মিত্র। বরানগরে `বর্তমান সময় ও বামপন্থা` শীর্ষক এক আলোচনা সভায় তিনি রাজ্য সরকারের কাজকর্মকে যাত্রাপালার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন।
স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনিক কাজকর্ম নিয়ে সর্বস্তরে যখন কার্যত তীব্র সমালোচনার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তাঁর সরকার এবং কাজকর্মকে তখন স্বৈরাচারী বলে তোপ দাগলেন তিনি। বরানগরে `বর্তমান সময় ও বামপন্থা` শীর্ষক এক আলোচনা সভায় এই সরকারের কাজকর্মকে যাত্রাপালার সঙ্গে তুলনা করে কটাক্ষ করতেও ছাড়েননি অশোক মিত্র।
তাঁর বক্তব্য, বামপন্থীরা জনবিচ্ছিন্ন হয়ে যাওয়াই আজকের সঙ্কট সৃষ্টি হয়েছে।