সল্টলেকের সিটি সেন্টারে অটো দুর্ঘটনা, মৃত্যু চালকের
উল্টোডাঙার পর এবার সল্টলেকের সিটি সেন্টারে অটো দুর্ঘটনা। অটো উল্টে মৃত্যু হল চালকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, ২১৫/১ রুটের বেসরকারি বাসের সঙ্গে রেষারেষির সময় দুর্ঘটনাটি ঘটে। উল্টে যায় করুণাময়ী থেকে উল্টোডাঙাগামী রুটের একটি অটো। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক শম্ভু নস্কর। তিনি চার নম্বর বাসন্তী কলোনির বাসিন্দা ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। দুর্ঘটনাস্থলে কর্তব্যরত সিভিক পুলিসের অভিযোগ, জনবহুল রাস্তায় খুব জোরে ছুটছিল ২১৫/১ নম্বর রুটের ওই বাসটি। জখম অটোর বাকি চার যাত্রী।
![সল্টলেকের সিটি সেন্টারে অটো দুর্ঘটনা, মৃত্যু চালকের সল্টলেকের সিটি সেন্টারে অটো দুর্ঘটনা, মৃত্যু চালকের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/20/66429-auto-20-9-16.jpg)
ওয়েব ডেস্ক: উল্টোডাঙার পর এবার সল্টলেকের সিটি সেন্টারে অটো দুর্ঘটনা। অটো উল্টে মৃত্যু হল চালকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, ২১৫/১ রুটের বেসরকারি বাসের সঙ্গে রেষারেষির সময় দুর্ঘটনাটি ঘটে। উল্টে যায় করুণাময়ী থেকে উল্টোডাঙাগামী রুটের একটি অটো। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক শম্ভু নস্কর। তিনি চার নম্বর বাসন্তী কলোনির বাসিন্দা ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। দুর্ঘটনাস্থলে কর্তব্যরত সিভিক পুলিসের অভিযোগ, জনবহুল রাস্তায় খুব জোরে ছুটছিল ২১৫/১ নম্বর রুটের ওই বাসটি। জখম অটোর বাকি চার যাত্রী।
আরও পড়ুন যে তিন নেতাদের কারণে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে রোজ
আরও পড়ুন পন্ডিতিয়ার আবাসনে ভাঙচুরের পিছনে কি প্রোমোটার চক্রের যোগ রয়েছে?