Babul Supriyo: আজ শপথগ্রহণ বালিগঞ্জের বিধায়কের; স্পিকারের চিঠিতে কাটল জট
তাঁকে শপথবাক্য পাঠ করাতে রাজি হলেন ডেপুটি স্পিকার।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে জট কাটল। আজ বিধানসভার কাউন্সিল চেম্বারে বালিগঞ্জ বিধায়ক হিসেবে শপথ নিতে চলেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। স্পিকারের অনুরোধে শপথবাক্য পাঠ করাতে রাজি হলেন ডেপুটি স্পিকার।
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে খালি হয়ে গিয়েছিল বালিগঞ্জ বিধানসভাকেন্দ্রটি। উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ছিলেন বাবুল সুপ্রিয়। ভোটে জিতে এবার বিধায়ক হয়েছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। বিধানসভার স্পিকার যাতে নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করাতে পারেন, সেই সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছিল রাজভবনে। স্রেফ ফাইলটি ফেরত পাঠানো নয়, উল্টে বিধানসভার সচিব ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধনখড়।
আরও পড়ুন: Jagdeep Dhankhar: ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনে BJP; রাজ্যের ভাবমূর্তি কলঙ্কিত: রাজ্যপাল
তাহলে বাবুল সুপ্রিয়কে শপথবাক্য কে পাঠ করাবেন? রাজ্যপাল টুইট করে জানিয়েছিলেন, তাঁর প্রতিনিধি হিসেবে বালিগঞ্জের তৃণমূল বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়।
WB Guv:
By virtue of the power vested in me by article 188 of the Constitution of India, Dr. Asish Banerjee, Deputy Speaker, WBLA is appointed as the person before whom Shri Babul Supriyo, elected from 161-Ballygunge Assembly constituency, shall make and subscribe an oath. pic.twitter.com/iTnaBRix1z
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 30, 2022
রাজ্য়পালের সিদ্ধান্ত মানতে রাজি ছিলেন না বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোধ্যায়। কেন? জি ২৪ ঘণ্টাকে তিনি জানিয়েছিলেন, 'মাননীয় স্পিকার থাকতে আমার পক্ষে এই দায়িত্ব পালন করা ঠিক কাজ নয়। স্পিকারের সম্মান লাঞ্চিত করা আমাদের উদ্দেশ্য হতে পারে না। যিনি দীর্ঘদিন ধরে স্পিকারের কাজ করছেন, তিনিই বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করান। আমার কাছে যদি প্রস্তাব আসে, তাহলে লিখিতভাবে জানিয়ে দেব'।
এদিকে প্রায় একমাস হতে চলল, উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। শপথ-জট কাটাতে তৎপর হন বিধানসভার স্পিকার। বালিগঞ্জ নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণের দেরির বিষয়টি উল্লেখ করে ডেপুটি স্পিকারকে চিঠি লেখেন তিনি। এরপরই ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করাতে রাজি হন বলে সূত্রের খবর।