বরানগরে ক্ষোভ বাড়ছে পুলিসের ভূমিকা নিয়ে
দাবিমতো তোলা না দেওয়াতেই বরানগরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে। এমনই অভিযোগ তুলল নিহতের পরিবার। ক্ষোভ বাড়ছে পুলিসের ভূমিকা নিয়ে। গতকাল সন্ধেয় কার্তিক প্রসাদ নামে ওই ব্যবসায়ী খুন হলেও, এখনও অধরা অভিযুক্তরা। কী করছে পুলিশ? প্রশ্ন স্থানীয়দের। এই ঘটনায় বরানগর-কাশীপুর এলাকার তোলাবাজরা জড়িত বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিস। ওই ব্যবসায়ী গতকাল বাড়ি ফেরার সময় শিবানি পার্ক এলাকায় তাঁকে ঘিরে ধরে পাঁচ দুষ্কৃতী। অভিযোগ, তাঁদেরই একজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কার্তিকের মাথায় গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
![বরানগরে ক্ষোভ বাড়ছে পুলিসের ভূমিকা নিয়ে বরানগরে ক্ষোভ বাড়ছে পুলিসের ভূমিকা নিয়ে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/07/57169-baranagar7-6-16.jpg)
ওয়েব ডেস্ক: দাবিমতো তোলা না দেওয়াতেই বরানগরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে। এমনই অভিযোগ তুলল নিহতের পরিবার। ক্ষোভ বাড়ছে পুলিসের ভূমিকা নিয়ে। গতকাল সন্ধেয় কার্তিক প্রসাদ নামে ওই ব্যবসায়ী খুন হলেও, এখনও অধরা অভিযুক্তরা। কী করছে পুলিশ? প্রশ্ন স্থানীয়দের। এই ঘটনায় বরানগর-কাশীপুর এলাকার তোলাবাজরা জড়িত বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিস। ওই ব্যবসায়ী গতকাল বাড়ি ফেরার সময় শিবানি পার্ক এলাকায় তাঁকে ঘিরে ধরে পাঁচ দুষ্কৃতী। অভিযোগ, তাঁদেরই একজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কার্তিকের মাথায় গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।