BJP: সদস্য সংগ্রহের 'শাহী টার্গেট' ছুঁতে পারছে না বঙ্গ বিজেপি, সময় দিতে দিল্লিতে দরবার সুকান্তর!

BJP: রাজ্য বিজেপি প্রায়ই বিজেপি কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করে থাকেন। তারাই এখন সদস্য পাচ্ছেন না। তাঁদের যুক্তি অন্যান্য রাজ্য় যেখানে আড়াই মাস সময় পেয়েছে সেখানে বাংলা পেয়েছে এক মাস

Updated By: Nov 16, 2024, 08:28 PM IST
BJP: সদস্য সংগ্রহের 'শাহী টার্গেট' ছুঁতে পারছে না বঙ্গ বিজেপি, সময় দিতে দিল্লিতে দরবার সুকান্তর!

মৌমিতা চক্রবর্তী: ধাক্কা খাচ্ছে বিজেপির সদস্যতা অভিযান! অমিত শাহর দেওয়া শাহী টার্গেট ছিল ১ মাসে ১ কোটি। তা যে পূরণ সম্ভব হচ্ছে না একপ্রকার বুঝিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সময়সীমা বাড়ানো হলে এই লক্ষমাত্রা পূরণ সম্ভব বলে জানিয়েছেন তিনি। দিল্লির কাছে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হচ্ছে। সেই আর্জি কি কেন্দ্রীয় নেতৃত্ব শুনবে? এনিয়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন-বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে অনুব্রত, শেষপর্যন্ত ক্ষমতা খর্বই হল কেষ্টর!

বাংলা কি বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? কারণ অমিত শাহ ১ মাস ১ কোটি সদস্য করার টার্গেট দিয়েছিলেন। অমিত শাহ নিজে সেই কর্মসূচির উদ্বোধন করেছিলেন। তার পরে সময় গড়ালেও সেই লক্ষ্যমাত্রা পূরণ যে সম্ভব নয় তা এক প্রকার বুঝে গিয়েছে রাজ্য বিজেপি। সময় বাড়ালে লক্ষ্যপূর্ণ হতে পারে বলেই মনে করছে বঙ্গ বিজেপি।

রাজ্য বিজেপি প্রায়ই বিজেপি কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করে থাকেন। তারাই এখন সদস্য পাচ্ছেন না। তাঁদের যুক্তি অন্যান্য রাজ্য় যেখানে আড়াই মাস সময় পেয়েছে সেখানে বাংলা পেয়েছে এক মাস। মাঝে পুজো ছিল। তার পরে ছুটির একটা আবহ ছিল। ফলে তারা একটু দেরিতে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছেন। ফলে সময় দিলে টার্গেট পূরণ হতে পারে। মানুষের মন তারা পড়তে পেরেছেন।

এখানেই উঠে আসছে একটি প্রশ্ন। যারা সন্ত্রাসের অভিযোগ তোলেন, বুথে এজেন্ট বসাতে পারেন না তাদের পক্ষে কি এক মাসে ১ কোটি সদস্য সংগ্রহ করা সম্ভব? গোষ্ঠী কোন্দল, পুরনো কর্মীদের বসে যাওয়া ইত্য়াদি বিষয় রয়েছে। ফলে ধাক্কা খাচ্ছে সদস্য সংগ্রহ অভিযান। এক্ষেত্রে সুকান্ত মজুমদার ইঙ্গিত দিয়েছেন, দিল্লির নেতৃত্বর কাছে তাঁরা আরও কিছু সময় দেওয়ার জন্য আবেদন জানাবেন।

সুকান্ত মজুমদার বলেন, আজ সকালেও সদস্য সংগ্রহ করেছি। মানুষ উন্মুখ হয়ে রয়েছে। মানুষ চাইছে পরিবর্তন হোক। তাই তারা চাইছেন বিজেপির সঙ্গে যুক্ত হতে। এখন রোজ পঞ্চাশ হাজারের মতো সংগ্রহ হচ্ছে। এটা যদি ধরে রাখতে পারি ও দিল্লি যদি আমাদের একটু সময় দেয় তাহলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা পুরণ করতে পারব। এই মাসের মধ্যে হয়তো পারব না। পনের দিনে আমরা ১২ লাখের উপরে পৌঁছে গিয়েছে। এমাসে তো অনেক পুজো ছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.