সরকার সচল, তবু রাজ্য জুড়ে দফায় দফায় অবরোধ, মিশ্র প্রতিক্রিয়া বনধের Live Update
বনধ রুখতে সরকার কড়া ব্যবস্থা নিলেও সকাল থেকেই বড়বাজার, পোস্তা, ক্যানিংয়ের ব্যস্ত রাস্তা এখনও ঘুমঘোরে। রাস্তাঘাট, দোকানপাট বন্ধ।
** বীরভূমে সাঁইথিয়ায় আক্রান্ত ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক। ২৪ ঘন্টাকে খবর সংগ্রহে বাধা। ছবি তুলতে গেলে ক্যামেরা কেড়ে নেওয়া হয়।
** রাজ্যজুড়ে বনধের মিশ্র প্রতিক্রিয়া। কলকাতায় যানবাহন অল্প। সরকারি বাস চলছে। বেসরকারি বাস অল্প। ট্যাক্সির সংখ্যাও কম
** আসানসোলে পুলিসের লাঠিচার্জ। আহত ১ সিপিআইএম কর্মী। হাসপাতালে ভর্তি করা হয়েছে
** আলিপুরদুয়ার ভাটবাড়িতে সিপিআইএমের মিছিলে হামলা। অভিযোগ তৃণমূলের দিকে।
** মধ্যমগ্রামে বাম সমর্থকদের গ্রেফতার পুলিসের। কৃষ্ণনগর পোস্টঅফিস মোড়ে বাম কর্মীদের গ্রেফতার
** হাওড়ার গোলাবাড়িতে সরকারি বাসে ভাঙচুর। ট্রাম কোম্পানি বাসে হামলার অভিযোগ ধর্মঘটীদের বিরুদ্ধে
** ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে বোমা। ২৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী তনয় গুহর বাড়িতে হামলার অভিযোগ।
** পানিহাটিতে সিপিআইএম মিছিলে হামলা অভিযোগ তৃণমূলের দিকে।
** বনধ রুখতে সরকার কড়া ব্যবস্থা নিলেও সকাল থেকেই বড়বাজার, পোস্তা, ক্যানিংয়ের ব্যস্ত রাস্তা এখনও ঘুমঘোরে। রাস্তাঘাট, দোকানপাট বন্ধ।
তবে কলকাতার বিভিন্ন রাস্তায় অতিরিক্ত পুলিস মোতয়েন করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক।
বনধের বিরোধিতায় দুর্গাপুরে বিশাল মিছিল করল তৃণমূল। ভিরিঙ্গি মোড় থেকে বেনাচিতি বাজার পর্যন্ত বিশাল মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের বর্ধমান জেলা শিল্পাঞ্চল সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়। অন্যদিকে লাউতোড়া থানা এলাকার ঝাঁঝড়ায় জনসভা করেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। কর্মনাশা বনধে রাজ্যবাসীকে সামিল না হওয়ার আবেদন জানান তিনি।
মুর্শিদাবাদে ধর্মঘটের মিশ্র প্রভাব, ট্রেন চলছে, সরকারি বাস রাস্তায় আছে কিন্তু বেসরকারি বাস বন্ধ, বাসের সংখ্যা কম থাকায় অসুবিধায় পড়ছেন মানুষ