স্পেনের মিউজিয়ামে স্থান পাচ্ছে ভবানীপুর অবসর ক্লাবের দুর্গাপ্রতিমা
স্পেনের বিখ্যাত মিউজিয়ামে স্থান পেতে চলেছে ভবানীপুর অবসর ক্লাবের দুর্গাপ্রতিমা। তমলুকের বাসিন্দা শিল্পী গৌরাঙ্গ কুইল্যার এই বিরল সৃষ্টি রাখা হবে বিশিষ্ট চিত্রকর পাবলো পিকাসোর আঁকা ছবির পাশেই। শিল্পীর অনন্য সৃষ্টিকে সংরক্ষণ করার প্রয়াস শুরু হয়েছে বেশ কয়েকবছর ধরেই। তবে তা একেবারে বিদেশের মিউজিয়ামে জায়গা পাবে তা বোধহয় ভাবেননি কেউই। ভবানীপুর অবসর ক্লাবের দুর্গাপ্রতিমা এই বিরল কৃতিত্ব অর্জন করেছে। বিশ্বের প্রথম সারির মিউজিয়াম স্পেনের রেনে সোফিয়ায় রাখা হবে এই দুর্গাপ্রতিমাকে।
ওয়েব ডেস্ক: স্পেনের বিখ্যাত মিউজিয়ামে স্থান পেতে চলেছে ভবানীপুর অবসর ক্লাবের দুর্গাপ্রতিমা। তমলুকের বাসিন্দা শিল্পী গৌরাঙ্গ কুইল্যার এই বিরল সৃষ্টি রাখা হবে বিশিষ্ট চিত্রকর পাবলো পিকাসোর আঁকা ছবির পাশেই। শিল্পীর অনন্য সৃষ্টিকে সংরক্ষণ করার প্রয়াস শুরু হয়েছে বেশ কয়েকবছর ধরেই। তবে তা একেবারে বিদেশের মিউজিয়ামে জায়গা পাবে তা বোধহয় ভাবেননি কেউই। ভবানীপুর অবসর ক্লাবের দুর্গাপ্রতিমা এই বিরল কৃতিত্ব অর্জন করেছে। বিশ্বের প্রথম সারির মিউজিয়াম স্পেনের রেনে সোফিয়ায় রাখা হবে এই দুর্গাপ্রতিমাকে।
তমলুকের বাসিন্দা গৌরাঙ্গ কুইল্যার সৃষ্টি এই বিরল দুর্গাপ্রতিমা। এর আগেও বিভিন্ন মাপের প্রতিমা বানিয়েছেন। তাঁর সৃষ্টি এবার পাড়ি দেবে বিদেশে। বছর দুয়েক আগে গোটা প্রক্রিয়া শুরু হয়েছিল শহরেরই একটি ট্রাভেল এজেন্সির হাত ধরে। কানাডা, স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশের নানান শহরে রোড শো করছিল সংস্থাটি। ওইসময় দুর্গাপুজোর কথাও প্রচার করে তারা। বাকীটা ইতিহাস।