Kolkata Kidnapping: অপহরনের তদন্তে নেমে ঝুলি থেকে বেরিয়ে এল বিড়াল! চোখ কপালে উঠল পুলিসের...

NSCBI Airport Police Station: সুজয়কে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানাতে পারে, অপহৃতদের মাধ্যমে তিনি প্রতারিত হয়েছেন। প্রায় ৯০ লক্ষ টাকা প্রতারনা করা হয় তাঁর সঙ্গে। 

Updated By: Oct 5, 2024, 11:11 PM IST
Kolkata Kidnapping: অপহরনের তদন্তে নেমে ঝুলি থেকে বেরিয়ে এল বিড়াল! চোখ কপালে উঠল পুলিসের...
ফাইল ছবি

সৌমেন ভট্টাচার্য: ত্রিপুরা থেকে আসা দুই ব্যক্তিকে অপহরণের অভিযোগ দায়ের হয় বিধাননগর পুলিসের এন এস সি বি আই এয়ারপোর্ট থানায়। অক্টোবরের ৩ তারিখে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে এন এস সি বি আই এয়ারপোর্ট থানার পুলিস।

আরও পড়ুন, Junior Doctor Protest: ডেডলাইন শেষে আমরণ অনশনে জুনিয়ররা! নাম ঘোষণা ৬ জনের...

পুলিস সুত্রে খবর, ত্রিপুরা থেকে ৫ জন ব্যক্তি কলকাতা আসেন। কলকাতা বিমানবন্দরে নামেন তাঁরা। তাঁদের মধ্যে দু'জনকে বিমানবন্দরের সংলগ্ন বাসস্ট্যাণ্ড থেকে অপহরণ করে এক ব্যক্তি। পুলিস জানিয়েছে, ওই ব্যক্তির নাম সুজয় চ্যাটার্জি। তিনি বেলঘড়িয়ার বাসিন্দা। পুলিস আরও জানায়, ওই দুই অপহৃত ব্যক্তি সম্পর্কে শশুর জামাই। দু'জনকে প্রথমে বিমানবন্দর সংলগ্ন এক হোটেলে আটক করে রাখা হয়। তারপর তাঁদের বেলঘড়িয়ার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস অপহৃতদের উদ্ধার করে। পাশাপাশি অপহরনকারি সুজয় চ্যাটার্জিকে গ্রেফতার করে। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই ঝুলি থেকে বেরিয়ে আসে বিড়াল। বেরিয়ে আসে অবাক করা তথ্য। 

সুজয়কে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানাতে পারে, অপহৃতদের মাধ্যমে তিনি প্রতারিত হয়েছেন। প্রায় ৯০ লক্ষ টাকা প্রতারনা করা হয় তাঁর সঙ্গে। পুলিস সূত্রে খবর, 'রাইস পুলিং স্ক্যামের মাধ্যেমে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়। যেখানে তামার একটি পাত্রের মাধ্যমে চুম্বকের সাহায্যে চাল তামার পাত্র থেকে তুলে আনা হয়। তারপর বলা হয় ওই তামা ঘরে রাখলে উন্নতি হবে। এইভাবে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি আত্মসাৎ করা হয়। এই প্রতারনার শিকার সরকারি অফিসার থেকে বেসরকারি সংস্থায় কাজ করা ব্যক্তিরাও। কোটি কোটি টাকার প্রতারণার চক্র এটি। এই প্রতারণা চক্রের জাল গোটা দেশ জুড়ে বিস্তারিত। বহু মানুষ এই প্রতারণার জালে পড়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। প্রতারনাটি নিয়ে আর বি আইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা রয়েছে।' এই নিয়ে শনিবার বিধাননগর পুলিশের তরফে একটি বার্তাও দেওয়া হয়। ইতিমধ্যেই অপহরনকারিকে পুলিস নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় প্রতারিতদের সন্ধান চালাচ্ছে। শুধু তাইই নয়, প্রতারনা চক্রের মাথাকে গ্রেফতার করবে পুলিস।

আরও পড়ুন, Joynagar Child Murder: দিনভর বিক্ষোভ, শেষপর্যন্ত কাঁটাপুকুর মর্গেই জয়নগরের নিহত ছাত্রীর দেহ সংরক্ষণের সিদ্ধান্ত

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

  

.