বদলাচ্ছে পাহাড়ের সমীকরণ? ৩ বছর পর সল্টলেকের গোর্খা ভবনের সামনে বিমল গুরুং

বিমল গুরুং গা ঢাকা দেওয়ার পর থেকে বিজেপির নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে খবর।

Updated By: Oct 21, 2020, 05:52 PM IST
বদলাচ্ছে পাহাড়ের সমীকরণ? ৩ বছর পর সল্টলেকের গোর্খা ভবনের সামনে বিমল গুরুং

নিজস্ব প্রতিবেদন: ৩ বছর ধরে পুলিসের খাতায় ফেরার। মাথার উপরে একাধিক ধারায় মামলা। সেই বিমল গুরুংকেই বুধবার দেখা গেল সল্টলেকের গোর্খা ভবনের সামনে। সূত্রের খবর, রাজ্য সরকারের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে, পাহাড়ে কি সমীকরণ বদলাচ্ছে?  
 
বুধবার বিকেলে সল্টলেকের গোর্খা ভবনে হাজির হন বিমল গুরুং। গাড়ি থেকে নামেননি তিনি। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তরও দিতে চাননি। বলেন,''ভিতরে গিয়েই যা বলার বলব।'' গোর্খা ভবনেই সাংবাদিক বৈঠক করার কথা ছিল তাঁর। তবে গোর্খা ভবনে ঢুকতে দেওয়া হয়নি গুরুংকে। খোলেনি গেট।

বিমল গুরুং গা ঢাকা দেওয়ার পর থেকে বিজেপির নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে খবর। এমনকি দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তার নির্বাচনের নেপথ্যেও ছিলেন তিনি। সেই বিমল গুরুংই কলকাতায়। তবে কি অন্য কোনও সমীকরণ? সূত্রের খবর, রাজ্য সরকারের সঙ্গে তাঁর বৈঠকও হয়েছে। ঠিক কী কথা হল? তবে কি বিধানসভা ভোটের আগে শিবির বদলাচ্ছেন? তা স্পষ্ট হবে বিমল গুরুংয়ের সাংবাদিক বৈঠকেই। 

আরও পড়ুুন- বিজয়া দশমীর আগেই বোনাস কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের, উপকৃত হবেন ৩০ লাখ কর্মী

 

.