পুরভোটে প্রার্থী ঘোষণার দিনেই বিক্ষোভ আছড়ে পড়ল বিজেপি দফতরে
বিজেপির কলকাতা দখল অভিযানের গোড়াতেই তাল কাটল। পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণার দিনেই প্রার্থীবাছাই নিয়ে রাজ্য দফতরে আছড়ে পড়ল তুমুল বিক্ষোভ।
ওয়েব ডেস্ক: বিজেপির কলকাতা দখল অভিযানের গোড়াতেই তাল কাটল। পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণার দিনেই প্রার্থীবাছাই নিয়ে রাজ্য দফতরে আছড়ে পড়ল তুমুল বিক্ষোভ।
২০১৬ সালে রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে মোদীর দল। কিন্তু সেই ফাইনাল ম্যাচের আগে সেমিফাইনাল পর্বেই ছন্দপতন। প্রার্থীতালিকা ঘোষণার দিনেই কলকাতা পুরভোটের প্রার্থীবাছাই নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এল। মঙ্গলবার দুপুর থেকেই বিজেপির রাজ্য দফতরের সামনে বিক্ষোভে সামিল হন বিজেপির একশ্রেণির নেতা-কর্মী।
বাইরে বিক্ষোভ চলাকালীনই রাজ্য দফতরে প্রার্থীতালিকা প্রকাশ করেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন ২২৩১জন। রাহুলের যুক্তি, এত আবেদনের মধ্যে ১৪৪জনের নাম বাছাইয়ে ভুলচুক হতেই পারে।
প্রথম দফায় এদিন ১৪২ জনের নাম ঘোষণা করে বিজেপি। সেই তালিকায় চমক তৃণমূলের বাবলু করিম-সহ, বাম শিবির ছুট একাধিক নেতা-নেত্রীর নাম। কিন্তু প্রশ্ন উঠছে, অন্য দলের ঘর ভেঙে চমক দিলেও শেষপর্যন্ত পদ্মশিবির অটুট থাকবে তো?