Arjun Singh Joins TMC: "ভুল বোঝাবুঝিতে তৃণমূল ছেড়েছিলাম", দলবদলে অর্জুনের নিশানায় BJP

অর্জুনের 'ঘরওয়াপসি'র খবর ছড়াতেই ভাটপাড়ায় উৎসবের মেজাজ। সাংসদের বাড়ির সামনে আনন্দে ফেটে পড়েন অনুগামীরা। তাঁর অফিস এবং সোশ্যাল মিডিয়া থেকেও বিজেপির সমস্ত চিহ্ন মুহূর্তে সরিয়ে ফেলা হয়। 

Updated By: May 22, 2022, 06:45 PM IST
Arjun Singh Joins TMC: "ভুল বোঝাবুঝিতে তৃণমূল ছেড়েছিলাম", দলবদলে অর্জুনের নিশানায় BJP

নিজস্ব প্রতিবেদন: 'ঘরওয়াপসি'র পরই অর্জুন সিংয়ের (Arjun Singh) নিশানায় রাজ্য বিজেপি (BJP) নেতৃত্ব। "ঠান্ডা ঘরে বসে এবং ফেসবুকে রাজনীতি হয় না", দিলীপ-শুভেন্দু-সুকান্তদের একযোগে তোপ বারাকপুরের সাংসদের।

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে নিজের পুরনো দলে যোগ দিলেন অর্জুন সিং (Arjun Singh)। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সমস্ত নেতারা। জ্য়োতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তীরা। তাঁদের উপস্থিতিতেই অর্জুনের গলায় তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং (Arjun Singh) বলেন, "যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরেই ফিরেছি। মাঝখানে কিছু ভুল বোঝাবুঝিতে বিজেপিতে গিয়েছিলাম।" এরপর রাজ্য বিজেপি (BJP) নেতৃত্বকে একহাত নিয়ে তিনি দাবি করেন, "শুধু ফেসবুক এবং ঠান্ডা ঘরে বসে রাজনীতি করতে চাইছে গেরুয়া শিবির। বাংলায় এভাবে কাজ হয় না। এখানে মাটিতে থেকে রাজনীতি করতে হয়।" আগামিদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই তিনি কাজ শুরু করবেন বলেও জানান বারাকপুরের সাংসদ।

অর্জুনকে পাল্টা তোপ দেগেছেন বিজেপি (BJP) সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "আমরা ঠান্ডা ঘরে বসে রাজনীতি করলে, দুশো জন কর্মী মারা গেলেন কীভাবে? ওনার বিরুদ্ধেও তো একশোটা কেস হয়েছে। তাহলে, উনিও কি ঠান্ডা ঘরে বসে রাজনীতি করেতেন? উনি চাপে পড়ে চলে গিয়েছেন। ওনার একাধিক ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই চলে গিয়েছেন। একজন ৩০ বছর রাজনীতি করার পর, কীভাবে ভুল বোঝাবুঝি হয়? BJP লড়াই করবে। যাদের অসুবিধা রয়েছে, তারা চলে গিয়েছেন।"

অর্জুনের 'ঘরওয়াপসি'র খবর ছড়াতেই ভাটপাড়ায় উৎসবের মেজাজ। সাংসদের বাড়ির সামনে আনন্দে ফেটে পড়েন অনুগামীরা। তাঁর অফিস এবং সোশ্যাল মিডিয়া থেকেও বিজেপির সমস্ত চিহ্ন মুহূর্তে সরিয়ে ফেলা হয়। 
 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.