BJP Manifesto: সরকারি কাজে ও স্কুলে আবশ্যক বাংলা ভাষা, পদ্ম ইশতাহারে 'বিকাশ' বঙ্গ সংস্কৃতির
বিজেপির ইশতাহারে (BJP Manifesto) ঠাঁই পেল বাংলার সংস্কৃতি।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচনপর্বের শুরু থেকে বিজেপিকে 'বহিরাগত' তকমায় বিঁধছে তৃণমূল কংগ্রেস (TMC)। ইশতাহার (BJP Manifesto) প্রকাশের অব্যবহিত পরে ঘাসফুলের সাংসদ সৌগত রায় (Sougata Roy) প্রশ্ন তুলেছেন, গুজরাটির হাতে কেন ইশতাহার প্রকাশ? কিন্তু, পদ্মের ইশতাহারে একটা আলাদা অধ্যায় খালি, বাংলা ও বাংলার সংস্কৃতি।
শুধু তাই নয় এ দিন অমিত শাহ Amit Shah ঘোষণা করেন, 'যে কোনও স্কুলে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষা আবশ্যক। বাংলা মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারিতে পড়াশুনো করা যাবে। তার ব্যবস্থা করবে সরকার'।
বিজেপির সংকল্পপত্রে (BJP Manifesto) 'এবার সংস্কৃতি এবার বিজেপি' শীর্ষক ওই অংশে বলা হয়েছে-
বিশ্বের প্রতিভাকে সম্মান জানানোর জন্য নোবেল প্রাইজের আদলে টেগোর প্রাইজ এবং অস্কারের আদলে সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড পুরস্কার।
বাংলাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে গড়ে তুলতে ১১,০০০ কোটি টাকার সোনার বাংলা তহবিল।
বাঙালি সংস্কৃতি প্রচারের জন্য সমস্ত রাজ্যের রাজধানী এবং বিদেশের নির্ধারিত কিছু জায়গায় সাংস্কৃতিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য গুরুদেব সেন্টার ফর কালচারাল এক্সিলেন্স নির্মাণ।
বাংলার উৎকর্ষতা প্রদর্শনের জন্য কলকাতায় একটি বিশ্বমানের সোনার বাংলা মিউজিয়াম।
মহা ধুমধামে নেতাজির জন্ম বার্ষিকী হিসাবে পরাক্রম দিবস (২৩ শে জানুয়ারি) উদযাপন।
রাজ্যজুড়ে নির্ভয়ে ও বিনা বাধায় সরস্বতী ও দুর্গাপুজো উদযাপন।
গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রসার ও প্রচারের লক্ষ্যে ২,৫০০ কোটি তহবিল।
পুরোহিত কল্যাণ বোর্ড প্রতিষ্ঠা এবং পুরোহিতদের প্রতি মাসে `৩,০০০ সাম্মানিক প্রদান।
চৈতন্য মহাপ্রভু স্পিরিচুয়াল ইনস্টিটিউটের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর মতাদর্শ প্রচার।
৬০ বছরেরও বেশি বয়সের কীর্তনীয়াদের মাসিক ৩,০০০ টাকার পেনশন।
রাজ্যজুড়ে মন্দির গুলির মেরামত ও সংস্কারের জন্য ১০০ কোটির তহবিল।
বিশ্বজুড়ে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ এর ঐতিহাসিক যাত্রা প্রদর্শনের জন্য ১,০০০ কোটির তহবিল।
তমলুকে তাম্রলিপ্ত জাতীয় মিউজিয়াম প্রতিষ্ঠা।
বাংলাকে রাষ্ট্রপুঞ্জের অন্যতম সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা।
সরকারের সকল দলিল, আদেশ এবং চিঠিপত্রগুলিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে।
ঠাকুর পঞ্চানন বর্মার একটি মিউজিয়াম, একটি স্মৃতিসৌধ এবং একটি বিগ্রহ প্রতিমা নির্মাণের জন্য `২৫০ কোটি তহবিল স্থাপন।
সোনারপুরে মহানায়ক উত্তম কুমার ফিল্ম সিটি প্রতিষ্ঠা।
দশম শ্রেণি পর্যন্ত বাংলা আবশ্যক।
বাংলা মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারিতে পড়াশুনো।
আরও পড়ুন- Bengal election 2021: 'গুজরাটি ইশতাহারকে প্রত্যাখান বাংলার', তোপ Abhishek থেকে Nusrat-র