Mukul-এর বিধায়ক পদ খারিজ করতে তৎপর Suvendu, অধ্যক্ষের কাছে জমা পড়ল চিঠি
বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা চিঠিটি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেন।
নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল বিজেপি। চিঠিতে স্বাক্ষর রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। চিঠিতে বলা হয়েছে, যেহেতু বিজেপি বিধায়ক হয়েও, সর্বসমক্ষে অন্যদলে যোগ দিয়েছেন মুকুল রায়, তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হোক।
শুক্রবার বিধানসভায় বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা চিঠিটি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেন। বৃহস্পতিবার থেকেই এই চিঠি পাঠানোর তোড়জোড় শুরু করেছিল বিজেপি। আইনজীবীদের পরামর্শ নেয় গেরুয়া শিবির। তবে বৃহস্পতিবার অধ্যক্ষ না থাকায়, শুক্রবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে চিঠি দিল বিজেপি।
আরও পড়ুন: পিছলো নন্দীগ্রাম মামলার শুনানি, বৃহস্পতিবার হাইকোর্টে মমতা-শুভেন্দু জোর টক্কর
আরও পড়ুন: BJP-তে আরও চড়া বিদ্রোহের সুর, এবার কৈলাসের বিরুদ্ধে পড়ল ‘Go Back’ পোস্টার
খাতায়-কলমে কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই, দলত্যাগ বিরোধী আইন লাগু করার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু ্অধিকারী। বিজেপিত্যাগী নেতাকে বিধায়ক পদ ছাড়ার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিল বিজেপি। সেই নির্দিষ্ট সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত। এরপরই তড়িঘড়ি আইনি পথে মুকুল রায়ের মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)