অনেক সেলিব্রিটি করোনা নিয়ে এসেছে, এখন একটা সার্কেলে ঢুকে যাচ্ছে, বিগবি নিয়ে দিলীপের মন্তব্য
তৃণমূলকে একহাত নিয়ে দিলীপ বললেন, “দুর্নীতিতে তৃণমূল কর্মীদের দল থেকে বহিষ্কার আসলে আইওয়াশ। একজন খেয়ে নিয়েছে আরেকজন খাওয়ার কল।”
নিজস্ব প্রতিবেদন: প্রাতঃভ্রমণ তাঁর নিত্যদিনের নিয়ম। সাত সকালে শরীরচর্চাও যেমন হয়, তেমনই ঝালিয়ে নেন জনসংযোগও। আর জনসংযোগ করতে গিয়ে প্রতিদিনের মতোই ফের বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলকে একহাত নিয়ে দিলীপ বললেন, “দুর্নীতিতে তৃণমূল কর্মীদের দল থেকে বহিষ্কার আসলে আইওয়াশ। একজন খেয়ে নিয়েছে আরেকজন খাওয়ার কল।”
দিলীপের আরও তোপ, মমতা বন্দ্যোপাধ্যায় দল ও প্রশাসনকে এক করে ফেলছেন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সমালোচনা করছেন প্রধানমন্ত্রীর। রীতিনীতির ধার ধারচ্ছেন না। পরিকল্পিতভাবে আমফানের ত্রাণ লুঠ করা হচ্ছে। আমফানের ত্রাণ এবং দুর্নীতি নিয়ে গণ আন্দোলনে নামবে বিজেপি বলে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। শুধু আন্দোলন নয়, আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সিপিএমকেও এদিন একহাত নিতে দেখা গেছে দিলীপ ঘোষকে। তাঁর কথায়, “সিপিএম যুবদের এনেও কোনও লাভ হবে না। দলকে ত্যাগ করেছে মানুষ। রাজ্যে হিংসার জনক সিপিএম।” ইউজিসি-র সিদ্ধান্ত নিয়ে দিলীপের যুক্তি, গোটা দেশে পরীক্ষা হলে এ রাজ্যের পড়ুয়ারা বঞ্চিত হবে কেন? অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, এই সরকারের হাতে ছেলেমেয়র হাতে ভবিষ্যত ছাড়বেন না।
আরও পড়ুন- শুধু প্রসেক্রিপশন যথেষ্ট নয়, এইসব ওষুধ কিনতে গেল মাস্ট আধার কার্ডও
বিগবি-র করোনা আক্রান্ত নিয়ে মন্তব্য করেন দিলীপ। তিনি জানান, অমিতাভ বচ্চন বয়স্ক মানুষ। প্রথম দিকে অনেক সেলিব্রিটিই নিয়ে এসেছেন করোনা। এখন একটা সার্কেলে ঢুকে যাচ্ছে। ওনার সুস্থতা কামনা করি।