মমতা সরকারকে ৯ দফা চার্জশিট দেবে বিজেপি, আমফান বিপর্যয়ে ক্লাবগুলো কোথায়? প্রশ্ন দিলীপের

"ক্লাবগুলো কোথায়? এত টাকা দিয়েছিলেন, তারা কী করছে?" 

Reported By: অঞ্জন রায় | Updated By: May 25, 2020, 10:30 PM IST
মমতা সরকারকে ৯ দফা চার্জশিট দেবে বিজেপি, আমফান বিপর্যয়ে ক্লাবগুলো কোথায়? প্রশ্ন দিলীপের

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৯ দফা চার্জশিট ধরাবে রাজ্য বিজেপি। ২৭ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ৯ বছর হচ্ছে। সূত্রে খবর, ওই দিনই সরকারের বিরুদ্ধে ৯ দফা চার্জশিট দেবে রাজ্য বিজেপি। আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, নারী নির্যাতন সহ ৯ দফা বিষয়ে চার্জশিট দেবে বিজেপি। এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি ও আমফান বিপর্যয় নিয়ে সরকারকে একহাত নেন দিলীপ ঘোষ।

পরস্পরকে দোষারোপের পালা চলছে রাজ্যে। CESC-কে দোষ দিচ্ছে সরকার। সরকারকে দোষ দিচ্ছে CESC-কে। তোপ দাগলেন দিলীপ ঘোষ। একইসঙ্গে তাঁর আরও দাবি, আরও আগেই সেনা নামানো উচিত ছিল। আগেই বোঝা উচিত ছিল যে, পরিস্থিতি সামাল দিতে সেনার প্রয়োজন। কেন এত পরে সেনা ডাকা হল? এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি।

পাশাপাশি, এদিন আমফান মোকাবিলায় ক্লাবগুলো কেন হাত গুটিয়ে বসে আছে, সেই নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। বলেন, "ক্লাবগুলো কোথায়? এত টাকা দিয়েছিলেন, তারা কী করছে?" এদিন দিলীপ ঘোষ আগাগোড়াই ছিল আক্রমণাত্মক। সমস্তটাই অযোগ্য অফিসারদের নিয়ে প্রশাসন চলছে বলে এদিন তোপ দাগেন তিনি। বলেন, "সচিবদের সরিয়ে দিচ্ছেন, অপদার্থ মন্ত্রীদের কেন সরাচ্ছেন না? কাউন্সিলররা সব পালিয়ে গিয়েছে। কেউ টিকিট না পাবে জেনে পালিয়ে গিয়েছেন আর কেউ টিকিট পাবেন জেনে ঘরে বসে আছেন। মানুষ চরম দুর্ভোগে পড়েছে।"

একইসঙ্গে দিলীপ ঘোষের আরও অভিযোগ, "আমরা সহযোগিতা করতে চেয়েছিলাম, উনি গ্রহণ করলেন না। আমি যেখানে যাচ্ছি সেখানে পুলিসকে ব্যবহার করা হচ্ছে।" পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতির আরও দাবি, "ইউপিএ সরকারের আমলের তুলনায় ৩ গুণ টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও এখানে স্বাস্থ্য ব্যবস্থা কার্যত অচল হয়ে গেছে।"

আরও পড়ুন, 'এনাফ ইজ এনাফ',  CESC-কে কড়া হুঁশিয়ারি প্রশাসক ফিরহাদের

.