খাস কলকাতায় নীল তিমির খপ্পরে ইঞ্জিনিয়ারিং ছাত্র

Updated By: Aug 28, 2017, 12:59 PM IST
খাস কলকাতায় নীল তিমির খপ্পরে ইঞ্জিনিয়ারিং ছাত্র

ওয়েব ডেস্ক: রাজ্যে ফের ব্লু-হোয়েল আতঙ্ক। এবার খাস কলকাতায় নীল তিমির খপ্পরে ইঞ্জিনিয়ারিং ছাত্র । পুলিসি তত্পরতায় রক্ষা পেল সেই ছাত্র। জানা গিয়েছে, গেমের ফাঁদে পড়ে আত্মহত্যার আগের ধাপে এইটথ স্টেজে পৌছে যায় দক্ষিণ কলকাতার এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। ওই ছাত্রের আচরণ নিয়ে সন্দেহ হলে কলেজের রেজিস্ট্রার CID-র সঙ্গে যোগাযোগ করেন। এরপরই CID ইন্সপেক্টর অতনু সাঁতরা সাইবার এক্সপার্ট সেজে ওই ছাত্রের কাউন্সেলিং করা শুরু করেন। CID অফিসারের কাউন্সেলিংয়ের ফলেই ধীরে ধীরে ওই ছাত্র গেমের ফাঁদ থেকে বেরিয়ে আসে। আত্মহত্যার আগের ধাপ থেকে ফিরল পড়ুয়া।

বাবুঘাটে গণেশ পুজোর ভাসানে দুর্ঘটনা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

.