কলেজ নির্বাচনে আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজছেন ব্রাত্য
কলেজে ছাত্র সংসদ নির্বাচনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলেও এখনই তা বাতিলের রাস্তায় হাঁটতে নারাজ সরকার। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আলোচনার মাধ্যমেই বেরিয়ে আসতে পারে সমাধানের পথ।
কলেজে ছাত্র সংসদ নির্বাচনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলেও এখনই তা বাতিলের রাস্তায় হাঁটতে নারাজ সরকার। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আলোচনার মাধ্যমেই বেরিয়ে আসতে পারে সমাধানের পথ।
কলেজে ছাত্র সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের দাদাগিরির জেরে অশান্ত হচ্ছে পরিবেশ, ব্যাহত হচ্ছে পঠনপাঠন। ইতিমধ্যেই সমাজের একাংশ থেকে দাবি উঠেছে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে হবে। অভিযোগ উঠছে ছাত্র সংসদ নির্বাচনের জন্যই নাকি যত সমস্যা। দাবি উঠলেও, এখনই নির্বাচন বন্ধের মতো কঠোর পদক্ষেপ নিতে নারাজ সরকার। রাজ্য মনে করছে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সমাধানসূত্র মিলতে পারে।
সরকার বলছে, আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া যায় না। তাহলে হঠাত্ কেন ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দেওয়া হল? কারণ হিসেবে যে নিরাপত্তার কথা সরকার বলছে, তাই কি একমাত্র কারণ? নাকি কথায় আর কাজে রয়ে যাচ্ছে বিস্তর ফারাক।