সিপিআইএমে বুদ্ধদেব ভট্টাচার্যের তৈরি করা দলিলই পেশ হল
বুদ্ধদেব ভট্টাচার্যের চোখ দিয়েই বামফ্রন্টের চৌত্রিশ বছরের শাসনকালে রাজ্য সরকারের ত্রুটি-বিচ্যুতি দেখতে চেয়েছে সিপিআইএম। আজ, মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠক সেই পথেই চলেছে।
ওয়েব ডেস্ক : বুদ্ধদেব ভট্টাচার্যের চোখ দিয়েই বামফ্রন্টের চৌত্রিশ বছরের শাসনকালে রাজ্য সরকারের ত্রুটি-বিচ্যুতি দেখতে চেয়েছে সিপিআইএম। আজ, মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠক সেই পথেই চলেছে।
বুদ্ধদেব ভট্টাচার্যের তৈরি করা দলিলই পেশ হল আজ। সাতটি বাম সরকারের সাফল্য এবং ব্যর্থতার মূল্যায়নই করা হয়েছে এই দলিলে। জনসাধারণের মতামত নেওয়ার জন্য দলিলটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। সেই সব মতামত মূল্যায়ন করে সিপিআইএমের রাজ্য সম্মেলনে দলিলটি পেশ করা হবে।