ভূমিকম্পের ভয়াবহতা আটকাতে, বাড়ি তৈরির নিয়মেও আসছে পরিবর্তন
পায়ের তলার মাটিই নড়বড়ে। রাজ্যে ভূমিকম্পের ভয়। নতুন করে সমীক্ষা, পরীক্ষা-নিরীক্ষা, সবের ফল এক। সেসমিক জোনে স্টেজ থ্রি-তেই থাকছে কলকাতা। কিছু এলাকা পড়ছে স্টেজ ফোরেও। সেসমিক জোনে স্টেজ থ্রি-তেই থাকছে কলকাতা। অর্থাত্ ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবেই থাকছে তিলোত্তমা। রাজ্যের বিভিন্ন এলাকাকে স্টেজ ফোরেও রাখা হচ্ছে। ভূমিকম্পের ভয়াবহতা আটকাতে, বাড়ি তৈরির নিয়মেও আসছে পরিবর্তন। দু হাজার ষোলোয় কেন্দ্রের তরফে যে ড্রাফট তৈরি হয়েছে, তাতেই উল্লেখ রয়েছে পরিবর্তিত নতুন নিয়মাবলীর।
![ভূমিকম্পের ভয়াবহতা আটকাতে, বাড়ি তৈরির নিয়মেও আসছে পরিবর্তন ভূমিকম্পের ভয়াবহতা আটকাতে, বাড়ি তৈরির নিয়মেও আসছে পরিবর্তন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/09/72511-earthquake9-12-16.jpg)
ওয়েব ডেস্ক: পায়ের তলার মাটিই নড়বড়ে। রাজ্যে ভূমিকম্পের ভয়। নতুন করে সমীক্ষা, পরীক্ষা-নিরীক্ষা, সবের ফল এক। সেসমিক জোনে স্টেজ থ্রি-তেই থাকছে কলকাতা। কিছু এলাকা পড়ছে স্টেজ ফোরেও। সেসমিক জোনে স্টেজ থ্রি-তেই থাকছে কলকাতা। অর্থাত্ ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবেই থাকছে তিলোত্তমা। রাজ্যের বিভিন্ন এলাকাকে স্টেজ ফোরেও রাখা হচ্ছে। ভূমিকম্পের ভয়াবহতা আটকাতে, বাড়ি তৈরির নিয়মেও আসছে পরিবর্তন। দু হাজার ষোলোয় কেন্দ্রের তরফে যে ড্রাফট তৈরি হয়েছে, তাতেই উল্লেখ রয়েছে পরিবর্তিত নতুন নিয়মাবলীর।
আরও পড়ুন জানেন জয়ললিতার মৃত্যুর পর কত জন আত্মহত্যা করেছেন?
গত কয়েক বছরে ভূমিকম্পে বারেবারেই কেঁপে উঠেছে কলকাতা। উত্তরবঙ্গেও বিভিন্ন সময়ে ভূমিকম্পের ভয়াবহতা চোখে পড়েছে। ভূমিকম্পপ্রবণ এলাকায় বাড়ি তৈরি নিয়ে নতুন যে আইন আনছে কেন্দ্র, তাতে থাকছে একগুচ্ছ পরিবর্তন। কলকাতায় ক্রমশই বাড়ছে বহুতলের সংখ্যা।কলকাতায় নরম মাটির আধিক্য। ফলে এতদিন পর্যন্ত নিয়ম ছিল দশ তলার ওপরেও উঁচু বিল্ডিং হলে সিসমিকগ্রাফিং করতে হবে।
আরও পড়ুন আন্দামানে পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু সেনা এবং উপকূলরক্ষীবাহিনীর