পুলিসের বিরুদ্ধে মামলা দায়ের বাস মালিকদের সংগঠনের

এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যু কাণ্ডে ফের বিপাকে কলকাতা পুলিস। সোমবার পুলিসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। মোটর ভেহিকেল আইনের তিনটি ধারা ভেঙে ২ এপ্রিল পুলিস রাস্তায় চলা বাস জোর করে তুলেছিল। এরপর সেই বাসে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল সুদীপ্ত গুপ্ত সহ কমপক্ষে ৭০ জন এসএফআই কর্মীকে।

Updated By: Apr 18, 2013, 12:41 PM IST

এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যু কাণ্ডে ফের বিপাকে কলকাতা পুলিস।
সোমবার পুলিসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। মোটর ভেহিকেল আইনের তিনটি ধারা ভেঙে ২ এপ্রিল পুলিস রাস্তায় চলা বাস জোর করে তুলেছিল। এরপর সেই বাসে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল সুদীপ্ত গুপ্ত সহ কমপক্ষে ৭০ জন এসএফআই কর্মীকে।
নিজেদের গা থেকে দায় ঝেড়ে ফেলতে এরপর বাসের মালিক ও চালককে পুলিস ফাঁসানোর চেষ্টা করেছে বলে অভিযোগ।
সোমবার মোট দুটি মামলা দায়ের করা হবে। প্রথমটি পুলিসের আইন ভাঙার বিরুদ্ধে। দ্বিতীয়টি ভবিষ্যতে পুলিস যাতে রাস্তা থেকে বাস তুলে বন্দি পরিবহণ করতে না পারে, তার দাবিতে।

.