By-Poll: অবিমৃষ্যকারিতা, কংগ্রেসকে খোঁচা Bikash-র; পাল্টা এল, 'যায় আসে না'
ভবানীপুর উপনির্বাচনে শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম।
নিজস্ব প্রতিবেদন: ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস (Congress)। আর তা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন বিকাশ ভট্টাচার্য (Bikash Bhattacharya)। তাঁর মতে,'এটা অবিমৃষ্যকারিতা।' তার পাল্টা দিলেন কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী।
লক্ষ্য ২০২৪। বৃহত্তর জোটের লক্ষ্যে ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকমান্ড। অধীরের এই ঘোষণার পরেই বাম-কংগ্রেসের সম্পর্কেও শুরু হয়েছে টানাপড়েন। যদিও প্রকাশ্যে এ নিয়ে কোনও পক্ষই সরাসরি আক্রমণের পথে হাঁটেনি। কিন্তু এ নিয়ে এবার শুরু হল চাপানউতোর। কংগ্রেসের প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত অবিমৃষ্যকারিতা বলে মনে করেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য (Bikash Bhattacharya)।। তাঁর কথায়,'গোটা দেশে সামগ্রিকভাবে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের চেষ্টা হচ্ছে। তার প্রাণভোমরা বামপন্থীরা। যেমন কৃষক আন্দোলন। তার পিছনে বামেরা। সেজন্য একটি নির্বাচনী কেন্দ্রে ওদের এই সিদ্ধান্ত রাজনৈতিক অবিমৃষ্যকারিতা। তা দিয়ে সামগ্রিক বিচার করতে রাজি নই।'
ভবানীপুরে প্রার্থী না দিয়ে কংগ্রেস তৃণমূল নেত্রীকে কী বার্তা দিতে চেয়েছে তা স্পষ্ট। কংগ্রেস হাইকম্যান্ড যে 'শূন্য' সিপিএমের চেয়ে রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূলকেই প্রাধান্য দিতে চায় তা বলাইবাহুল্য। যদিও তেমনটা ভাবতে নারাজ বিকাশ (Bikash Bhattacharya)। তাঁর কথায়,'জোট থাকবে। জোটের ভবিষ্যৎ উজ্জ্বল। পথ চলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাই আবার উঠে দাঁড়াই। লড়াইয়ে একদল জড়ো হয়েছিল আজকে তাদের ভিন্ন কথা মনে হতেই পারে, সে স্বাধীনতা আছে তাদের।'
বিকাশের এই মন্তব্যকে কার্যত উপেক্ষাই করছে হাত শিবির। প্রথম ইউপিএ সরকার থেকে বামেদের সমর্থন তোলার প্রসঙ্গ টেনে খোঁচা দিতেও ছাড়েননি দলের নেতা মনোজ চক্রবর্তী। তিনি বলেন,'ওরা প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছিল। কোন দল কী বলল তাতে কিছু এসে যায় না। আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিই। আর এটা আমাদের হাইকম্যান্ডের সিদ্ধান্ত।'
ভবানীপুর উপনির্বাচনে শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম। সেই প্রার্থীর হয়ে প্রচারও করবে না বলে জানিয়ে দিয়েছে কংগ্রেস। ঘটনা হল,বিধানসভা ভোটের পর জুন মাসে সাঁইবাড়ি হত্যাকাণ্ড নিয়ে টুইট করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিলেন বিকাশ। তা নিয়ে দু’পক্ষের মধ্যে তিক্ততাও তৈরি হয়েছিল। বিকাশের এদিনের মন্তব্যেও আলিমুদ্দিনের সঙ্গে বিধানভবনের টানাপোড়েন বাড়তে পারে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
আরও পড়ুন- Covaxin-র অভাবে টিকাকেন্দ্র বন্ধ করল কলকাতা পুরসভা, ২ লক্ষ ডোজ মজুত, দাবি CMS-র
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)