Swasthya Sathi: 'মানুষের প্রচুর উপকারে আসে', স্বাস্থ্যসাথী বন্ধের দাবিতে মামলা খারিজ হাইকোর্টে!
Swasthya Sathi: স্রেফ চিকিত্সার সুযোগই নয়, স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিবহণ ভাতাও পান রোগীরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'এই প্রকল্পকে অসাংবিধানিক বলার কোনও ভিত্তি নেই'। স্বাস্থ্যসাথীর বিরোধিতায় জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, 'মানুষের কথা ভেবে সরকার এই প্রকল্প চালু করেছে'।
আরও পড়ুন: R G Kar: ফের কাঠগড়ায় আরজি কর! এবার জুনিয়ার মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ...
ঘটনাটি ঠিক কী? কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আদলে এ রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এই প্রকল্পে ৫ লক্ষ টাকার চিকিত্সার সুযোগ মেলে। দুয়ারে সরকার ক্যাম্প থেকেই স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে নিতে পারেন সাধারণ মানুষ। সেই স্বাস্থ্যসাথী প্রকল্পকেই অসাংবিধানিক অ্যাখ্যা দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিত্সক কুণাল সাহা। তাঁর দাবি, এই প্রকল্প মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করছে। প্রকল্পটি বাতিল করা হোক।
মামলাটি খারিজ হয়ে গেল। কেন? হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, 'নির্বাচিত সরকার নিজেদের বিচার বিবেচনায় এই প্রকল্পের সূচনা করে। সরকার কীভাবে সেই প্রকল্প পরিচালনা করবে, সেই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না'।
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'কত সাধারণ মানুষ, গবীর মানুষ বিনামূল্য়ে চিকিত্সা পাচ্ছেন। ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিত্সা পাচ্ছেন। যাঁরা সরকারি কাঠামো চিকিত্সা করেন, তাঁরা জানেন এর মূল্য় কতটা। দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে খুশি। বহু সিপিএম কর্মী, বিজেপি কর্মী, কংগ্রেস কর্মীর পরিবার, যাঁরা রাস্তায় প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্বাস্থ্যসাথী-সহ সবকটি পরিষেবা গ্রহণ করেন। যারা আপত্তি করতে গিয়েছিলেন, কলকাতা হাইকোর্টের সমর্থনে যে রায় দিয়েছেন, এটা একেবারে মানুষের মনের কথা। মানুষের স্বার্থেই কাজটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পক্ষেই রায় দিয়েছে হাইকোর্ট'।
আরও পড়ুন: Kolkata Hottest January: ২৫ বছরে দ্বিতীয়! এবার শীতে 'উষ্ণতম' রাতের রেকর্ড গড়ল কলকাতা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)