Mukul কীভাবে PAC-র চেয়ারম্যান পদে? স্পিকারের কাছে হলফনামা তলব হাইকোর্টের

হাইকোর্টে জনস্বার্থ মামলা বিজেপি বিধায়কের।

Updated By: Aug 10, 2021, 03:20 PM IST
Mukul  কীভাবে PAC-র চেয়ারম্যান পদে? স্পিকারের কাছে হলফনামা তলব হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়কে কীভাবে PAC-র চেয়ারম্যান করা হল? বিধানসভার স্পিকারের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। ১২ অগাস্টের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল আদালত।

বিধানসভা ভোট মিটতেই বিজেপি ছেড়ে ফিরেছেন তৃণমূলে। মুকুল রায়ের বিধায়ক খারিজ করতে উঠেপড়ে লেগেছে গেরুয়াশিবির। দিন কয়েক আগে দ্বিতীয় দফার শুনানিও হয়েছে বিধানসভায়। বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবিতে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল। বিরোধী দলনেতা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, 'রাজ্যসভায় ওপেন ব্যালটে ভোট দিলে অন্য রাজ্যে অভিযোগ করতে হয় না। পরের দিনই বিধায়ক পদ বাতিল হয়ে যায়। এ রাজ্যে গত ১০ বছরে একটাও দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে শুনানির নিষ্পত্তি হয় সেজন্য আদালতের হস্তক্ষেপ চাওয়ার চিন্তাভাবনা করেছি। অগাস্ট মাসেই এটা করব'।

আরও পড়ুন: Fraud Case: আর্থিক প্রতারণার অভিযোগ, সল্টলেকের কল সেন্টারে পুলিসি হানা, গ্রেফতার ৯

এদিকে আবার খাতায়-কলমে বিজেপি বিধায়ক মুকুল রায়কে পিএসসির চেয়ারম্যান নিয়োগ করেছেন বিধানসভার স্পিকার। বিরোধীদের আপত্তিকে আমল দেননি তিনি। বিধানসভার সমস্ত কমিটি থেকে গণইস্তফা দেওয়াই নয়, পিএসি বিতর্কে হাইকোর্টের জনস্বার্থ মামলাও দায়ের করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সেই মামলায় এবার স্পিকারের হলফনামা তলব করলেন বিচারপতি।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.