টুপির পসরায় অপেক্ষা খুশির ইদের
পবিত্র ইদ দোরগোড়ায়। টার্কি, চাঁদ সিতারা, ইন্দোনেশিয়ান থেকে শুরু করে বরকতি। ইদের বাজারে হরেক টুপির মেলা । ছোট, বড় সবার মাপের। সাদা তার্কি অথবা চাঁদ সিতারা টুপিই ইয়ং জেনারেশনের প্রথম পছন্দ।
পবিত্র ইদ দোরগোড়ায়। টার্কি, চাঁদ সিতারা, ইন্দোনেশিয়ান থেকে শুরু করে বরকতি। ইদের বাজারে হরেক টুপির মেলা । ছোট, বড় সবার মাপের। সাদা তার্কি অথবা চাঁদ সিতারা টুপিই ইয়ং জেনারেশনের প্রথম পছন্দ।
চিতপুর, নাখোদা মসজিদের কাছের বাজারে হরেক রকম টুপি বিকোচ্ছে। পঁয়ত্রিশ থেকে দেড়শো, দুশো, আড়াইশো, এমনকী পাঁচশো। ইন্দোনেশিয়ান, আফগানিস্থানের টুপি, সুতোর নকশা করা বাহারি টুপি। কাজের উপর নির্ভর করে দাম ঠিক হয় টুপির। বিভিন্ন রংয়ের সুতির টুপি থেকে শুরু করে জরির কাজের বাহারি টুপি। রকমারি টুপির নামেও রয়েছে বৈচিত্র। রংবেরংয়ের থেকে সাদা টার্কি টুপির চাহিদা সবথেকে বেশি। কারণ সব রংয়ের পোশাকের সঙ্গে মানানসই। টুপির ক্ষেত্রে কিন্তু বাজার ভাল, সিমুই, শুকনো ফল। নমাজ পড়ার সময় কাজে লাগে। তিনটে চারটে অনেকে আবার আরও বেশি সংখ্যায় কিনে রাখছে সবাই টুপি। একইরকম টুপি কিনছে।