নারদাকাণ্ডে এবার বিজেপিনেতা শোভন চট্টোপাধ্যায়কে নোটিস CBI-এর
তিনি বলেন, “সিবিআই এর আগেও অনেক নেতাকে ডেকে পাঠিয়েছে। সিবিআই ডেকে পাঠিয়েছে মানেই শোভন অপরাধী নন।”
নিজস্ব প্রতিবেদন: নারদাকাণ্ডে এবার বিজেপিনেতা শোভন চট্টোপাধ্যায়কে চিঠি দিল সিবিআই। আগামী ৩১ অগাস্ট সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সিবিআইয়ের দুই আধিকারিক শোভন চট্টোপাধ্যায়ের সার্দান অ্যাভিনিউয়ের বাড়িতে যান। তখনই তাঁকে নোটিস দিয়ে আসেন তাঁরা। বিজেপিতে যোগদানের পর এই প্রথম তাঁকে নোটিস পাঠাল সিবিআই। এর আগে নারদাকাণ্ডে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।
সম্প্রতি ম্যাথু স্যামুয়েলের গোপন ক্যামেরার সূত্রে ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সেগুলি নিয়েই প্রশ্ন করা হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে।
২০২১-এ ২৫০ আসন চাই, দলীয় কর্মীদের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক
যদিও এই বিষয়টি নিয়ে ভাবিত নন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “সিবিআই এর আগেও অনেক নেতাকে ডেকে পাঠিয়েছে। সিবিআই ডেকে পাঠিয়েছে মানেই শোভন অপরাধী নন।”