ভোটে সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, কমিশনের তরফে জানানো হল বামেদের
এই রাজ্যের সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। আজ এমনটাই বাম প্রতিনিধিদলকে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তা। পক্ষপাতদুষ্ট আচরণের জন্য বামেরা রাজ্যের চার থানার আইসি-র বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করেছেন।
এই রাজ্যের সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। আজ এমনটাই বাম প্রতিনিধিদলকে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তা। পক্ষপাতদুষ্ট আচরণের জন্য বামেরা রাজ্যের চার থানার আইসি-র বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করেছেন।
রাজ্যের সব বুথে নাকি শুধুমাত্র অতি উত্তেজনাপ্রবণ বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকবে এনিয়ে, তৈরি হয়েছে ধন্ধ। সিপিআইএম নেতা রবীন দেবের দাবি, কমিশনের তরফে তাঁদের জানানো হয়েছে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে।
বৃহস্পতিবার বামেরা রাজ্যের চারটি থানার আইসি-র বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন। চারটি থানা হল, হরিশচন্দ্রপুর, বারুইপুর রায়না এবং পুড়শুড়া। বামেদের অভিযোগ, রাজ্যের বহু জায়গাতেই বোটের আগে সন্ত্রাস শুরু করেছে শাসকদল।
নিজেদের অভিযোগের পক্ষে কমিশনের কাছে বাম নেতারা যেমন তাঁদের আক্রান্ত হওয়ার ঘটনার উল্লেখ করেছেন, একইসঙ্গে কমিশনের লোকেরাও কীভাবে আক্রান্ত হয়েছেন তা বলেছেন।বাম কর্মীরা যাঁরা ঘরছাড়া রয়েছে বলে অভিযোগ তাঁরা যাতে ভোট দিতে পারেন কমিশনকে তাও সুনিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন বামেরা। ইতিমধ্যেই বাম প্রতিনিধি দল কমিশনে ছটি জেলায় তাদের আড়াই হাজার কর্মীর নামের তালিকা জমা দিয়েছেন।