সন্তোষপুরের বিতর্ক তাড়া বেহালার রুক্মিণী স্কুলে
সন্তোষপুরের স্কুলের আঁচ এবার বেহালার রুক্মিণী স্কুলে। উচ্চ মাধ্যমিকের টেস্টে অকৃতকার্য ১৪জন ছাত্র পাস করানোর দাবিতে হেনস্থা করল শিক্ষকদের। টেস্টের রেজাল্ট নিয়ে আজ বৈঠকে বসে স্কুলের ম্যানেজিং কমিটি। সেই সময় হাজির হয় অকৃতকার্য ছাত্রেরা। শিক্ষকেরা তাদের বাইরে অপেক্ষা করতে বলেন। মিটিং চলার জন্য বন্ধ করে দেওয়া হয় ঘরের দরজা।
সন্তোষপুরের স্কুলের আঁচ এবার বেহালার রুক্মিণী স্কুলে। উচ্চ মাধ্যমিকের টেস্টে অকৃতকার্য ১৪জন ছাত্র পাস করানোর দাবিতে হেনস্থা করল শিক্ষকদের। টেস্টের রেজাল্ট নিয়ে আজ বৈঠকে বসে স্কুলের ম্যানেজিং কমিটি। সেই সময় হাজির হয় অকৃতকার্য ছাত্রেরা। শিক্ষকেরা তাদের বাইরে অপেক্ষা করতে বলেন। মিটিং চলার জন্য বন্ধ করে দেওয়া হয় ঘরের দরজা।
মিটিংয়ে স্কুলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় অকৃতকার্যদের পাশ করানো হবে না। এরপরেই ওই ছাত্রেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় শিক্ষকদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। এই ঘটনায় বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুলের শিক্ষকেরা।