গাড়ি শিল্পে লগ্নির খোঁজে মুখ্যমন্ত্রী, রোম যাচ্ছেন মমতা

সেপ্টেম্বরে রোম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ভ্যাটিকানের চৌহদ্দিতে অবশ্য নিজেকে বেঁধে রাখতে চাইছেন না তিনি। তাঁর নজর ইতালি-জার্মানির গাড়ি শিল্পের দিকে। রোম সফরে লগ্নির খোঁজ পেতে বণিকসভাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।     

Updated By: Jun 7, 2016, 09:36 PM IST
গাড়ি শিল্পে লগ্নির খোঁজে মুখ্যমন্ত্রী, রোম যাচ্ছেন মমতা

ওয়েব ডেস্ক: সেপ্টেম্বরে রোম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ভ্যাটিকানের চৌহদ্দিতে অবশ্য নিজেকে বেঁধে রাখতে চাইছেন না তিনি। তাঁর নজর ইতালি-জার্মানির গাড়ি শিল্পের দিকে। রোম সফরে লগ্নির খোঁজ পেতে বণিকসভাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।     

ইতালি। গাড়ি শিল্পে বিশ্বে প্রথম সারির দেশ। দু-হাজারের বেশি গাড়ি কারখানা। আড়াই লক্ষ কর্মী। ইতালির নানা শহরে ল্যাম্বরঘিনি, ফেরারি, ফিয়াট, পাগানি, মার্টিন মোটরসের মতো তাবড় ব্র্যান্ডের আঁতুড়ঘর। 

৪ সেপ্টেম্বর ভ্যাটিকানে সন্ত হবেন মাদার টেরেসা। মিশনারিজ অফ চ্যারিটির আমন্ত্রণে রোম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বণিকসভার সংবর্ধনা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রোম সফরে তাঁর পাখির চোখ গাড়ি শিল্প।

ইতালির পাশেই জার্মানি। গাড়ি শিল্পে বিশ্বের পয়লা নম্বর দেশ। রোম থেকে বার্লিন মাত্র কয়েকঘণ্টার পথ। অডি, পোর্সে, বিএমডব্লিউ, ভক্সওয়াগন, মার্সিডিজ। গাড়ি শিল্পে এক সে বড়কর এক ব্র্যান্ডের ঠিকানা জার্মানি। এদিন মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট ভ্যাটিকানে গিয়ে রোমের চৌহদ্দিতে আটকে থাকতে চান না তিনি।  

ত্রিপুরায় তৃণমূলই হতে চলেছে প্রধান বিরোধী দল

লগ্নির খোঁজে সিঙ্গাপুর-লন্ডন গেছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তাঁরপ্রথম বিদেশ সফরে গন্তব্য রোম। মাদার টেরেসার সেন্টহুড উপলক্ষ্যে বিদেশযাত্রায় গিয়েও রাজ্যে বিনিয়োগ টানতে চেষ্টার খামতি রাখতে চাইছেন না তিনি। 

.