ই-গভর্ন্যান্সে দেশে 'এক নম্বর' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অফিসের ওয়েবসাইট-ই আপডেটেড নয়!
যে দুজন এই মুহূর্তে পদেই নেই, সিএমও-র ওয়েবপেজে গেলে তাঁদের নামই জ্বলজ্বল করতে দেখা যাচ্ছে।
![ই-গভর্ন্যান্সে দেশে 'এক নম্বর' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অফিসের ওয়েবসাইট-ই আপডেটেড নয়! ই-গভর্ন্যান্সে দেশে 'এক নম্বর' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অফিসের ওয়েবসাইট-ই আপডেটেড নয়!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/10/15/213536-index.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকার বারবার দাবি করে যে ই-গভর্ন্যান্সে রাজ্য এখন দেশের মধ্যে এক নম্বর স্থানে পশ্চিমবঙ্গ। কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর অফিসের (Chief Minister's Office) ওয়েবসাইট-ই বলছে অন্য কথা। বাস্তব ছবি বলছে, ওয়েবসাইট কিন্তু আপডেটেড নয়। বরং বেশ খানিকটা পিছিয়ে রয়েছে।
ওয়েবসাইট অনুযায়ী রাজ্যের মুখ্যসচিব এখনও মলয় দে। যদিও গত ৩০ সেপ্টেম্বর মলয় দে-র কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাঁর পর রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। পাশাপাশি ওয়েবসাইটে উল্লেখ, রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নাম এখনও অত্রি ভট্টাচার্য। যদিও গত মে মাসের ১৫ তারিখ নির্বাচন কমিশন তাঁকে এই পদ থেকে সরিয়ে দেয়।
আরও পড়ুন, 'আড়ালে রাখার জন্যই কার্নিভালে আলাদা বসানো হয়েছিল রাজ্যপালকে', অভিযোগ দিলীপ ঘোষের
সেই সময় রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে নিয়ে আসা হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এখনও পর্যন্ত অত্রি ভট্টাচার্যকেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে বর্তমান দেখা যাচ্ছে। যে দুজন এই মুহূর্তে পদেই নেই, সিএমও-র ওয়েবপেজে গেলে তাঁদের নামই জ্বলজ্বল করতে দেখা যাচ্ছে। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের নাম ওয়েবসাইটে আপডেট না করা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।