পরিপাটি করে সমস্ত ব্যবস্থা রেখেই শিশু বিক্রির ব্যবসা ফেঁদে বসেছিল পাচারকারীরা
কলকাতা শহরের শিশু পাচারের খবর জানাজানি হওয়ার পর থেকেই কোমর বেঁধে নেমেছেন তদন্তকারী অফিসাররা। জোর কদমে চলছে, কোথায় কোথায় এই জাল ছড়িয়ে রয়েছে, তার হদিশ পাওয়ার কাজ।
ওয়েব ডেস্ক: কলকাতা শহরের শিশু পাচারের খবর জানাজানি হওয়ার পর থেকেই কোমর বেঁধে নেমেছেন তদন্তকারী অফিসাররা। জোর কদমে চলছে, কোথায় কোথায় এই জাল ছড়িয়ে রয়েছে, তার হদিশ পাওয়ার কাজ।
আরও পড়ুন নেশার টাকা না দেওয়ায় বাবাকে খুন করল ছেলে!
এক মহিলাকে তাঁরা বাড়ি ভাড়া দিয়েছিলেন বলে দাবি করেন চিকিত্সাকেন্দ্রের মালিক রিনা ব্যানার্জি। তাঁরাই ওই শিশুদের এনে রেখেছিল, সেটাই বক্তব্য তাদের। এরপর পূর্বাশার ওপরতলায় ঘরে ঢুকে গোয়েন্দারা দেখেন, বাচ্চাদের রাখার সুবন্দোবস্ত রয়েছে। রয়েছে একাধিক দোলনা। সব দিক খতিয়ে দেখে গোয়েন্দাদের ধারণা, পরিপাটি করে সমস্ত ব্যবস্থা রেখেই শিশু বিক্রির ব্যবসা ফেঁদে বসেছিল পাচারকারীরা।
আরও পড়ুন কী করে মাঝ গঙ্গায তলিয়ে গেল রৌণক সাহা?