সোশ্যাল সাইটকে চিঠি সিআইডির

আপত্তিকর ব্যঙ্গ চিত্র নিয়ে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় কয়েকদিন আগে অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনার জেরে ক্যালিফোর্নিয়ায় সংশ্লিষ্ট সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থার সদর দফতরে চিঠি পাঠিয়েছে সিআইডি।

Updated By: Apr 16, 2012, 08:09 PM IST

আপত্তিকর ব্যঙ্গ চিত্র নিয়ে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় কয়েকদিন আগে অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনার জেরে ক্যালিফোর্নিয়ায় সংশ্লিষ্ট সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থার সদর দফতরে চিঠি পাঠিয়েছে সিআইডি।
গত ৯ এপ্রিল সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন সুমন নস্কর নামে এক তৃণমূল কর্মী। অভিযোগে তিনি বলেন, একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুত্সা ও অশ্লীল প্রচার করা হচ্ছে। ইতিমধ্যে যাদবপুরের অধ্যাপক গ্রেফতারের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে বারোই এপ্রিল অভিযোগের তদন্তভার গ্রহণ করে সিআইডি। সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থাকে চিঠি দিয়ে অবিলম্বে আপত্তিকর সমস্ত পোস্ট সরিয়ে ফেলতে বলেছে সিআইডি। পাশাপাশি, কে বা কারা ওই পোস্টগুলি আপলোড করেছিল, তাও জানতে চাওয়া হয়েছে।
   

.